Poco C75: ফের বড় চমক দেওয়ার জন্য তৈরি পোকো, সস্তায় আনছে মধ্যবিত্তের স্মার্টফোন

পোকো তাদের পরবর্তী সি সিরিজের ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এই ডিভাইসটি পোকো সি৭৫ নামে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগে ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। এখন এটিকে এফসিসি ডেটাবেসে দেখা গেছে।

Poco C75 Fcc Certified Could Launch Soon

সম্প্রতি একটি পোকো ব্র্যান্ডের ফোনকে আইএমইআই ডেটাবেসে দেখা গিয়েছে, যা নিশ্চিত করেছে যে এটি পোকো সি৭৫ নামে বাজারে আসবে। এখন, ডিভাইসটি এফসিসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এটি ইইসি সার্টিফিকেশনও পেয়েছে। এই লিস্টিংগুলি পোকো সি৭৫ ফোনের আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। এই ডিভাইসটি গত বছরের পোকো সি৬৫ ফোনের উত্তরসূরি হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

পোকো সি৭৫ ফোনটি পেল এফসিসি – এর অনুমোদন

পোকো সি৭৫ হ্যান্ডসেটটি ২৪১০এফপিসিসি৫জি মডেল নম্বর সহ এফসিসি ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি প্রকাশ করেছে যে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে হাইপারওএস ১.০ কাস্টম স্কিনে চলবে৷ ডিভাইসটি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি সংযোগের সাথে আসবে৷ সার্টিফিকেশনটি স্মার্টফোন সম্পর্কে কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি। তবে ইইসি ডেটাবেস থেকে জানা গেছে যে, ডিভাইসটি ইউরোপীয় বাজারে লঞ্চ হবে।

পোকো সি৭৫ ফোনটির সম্পর্কে বিশদ বিবরণ এই মুহূর্তে খুব বেশি উপলব্ধ নেই। তবে আশা করা যায় যে, ডিভাইসটি আরও সার্টিফিকেশন সাইটে খুব শীঘ্রই হাজির হবে এবং আগামী দিনে এর সর্ম্পকে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হবে। হাইপারওএস সোর্স কোড অনুসারে, পোকো সি৭৫ ফোনের অভ্যন্তরীণ মডেল নম্বর হল সি৩এন এবং সি৩এনএল। সোর্স কোডে ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরে চলবে বলে উল্লেখ করা হয়েছে, তবে এটি ভুল হতে পারে কারণ প্রসেসরটি পোকো সি৬৫ হ্যান্ডসেটে ব্যবহৃত হেলিও জি৮৫ চিপের তুলনায় একটি ডাউনগ্রেড চিপসেট।

জানিয়ে রাখি, পোকো সি৬৫ ফোনে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটিতে ৫০ মেগাপিক্সেলের এবং ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট ফাস্ট চার্জি সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।