পোকো সি৭৫ অতি সস্তায় ১৬ জিবি র্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল
Poco C75 Price - পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০৯ ডলার, যা প্রায় ৯,১০০ টাকার সমান। আর এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯ ডলার বা প্রায় ১০,৮০০ টাকা।
Poco C75 প্রত্যাশা মতোই আজ লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে প্রায় ৯,০০০ টাকা থেকে। ডিভাইসটি ফ্লাট ডিজাইন, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে স্টাইল ও গোলাকার ক্যামেরা আইল্যান্ড সহ এসেছে। ফিচার হিসেবে এতে আছে এইচডি প্লাস ডিসপ্লে, ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর। এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। আসুন পোকো সি৭৫ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
পোকো সি৭৫ দাম ও উপলব্ধতা - Poco C75 Price & Availability
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০৯ ডলার, যা প্রায় ৯,১০০ টাকার সমান। আর এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯ ডলার বা প্রায় ১০,৮০০ টাকা। মনে রাখবেন এটি অফার প্রাইস, অর্থাৎ পরে দুই ভ্যারিয়েন্টের মূল্য বাড়ানো হতে পারে। ফোনটি আপাতত শাওমির গ্লোবাল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত। ডিভাইসটির সেল কবে থেকে শুরু হবে তা এখনও জানানো হয়নি।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন ও ফিচার
পোকো সি৭৫ স্মার্টফোনের স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) এলসিডি প্যানেল উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আর এই ডিসপ্লে টিইউভি রেহইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর, এলপিডিডিআর৪এক্স র্যাম ও ইএমএমসি ৫.১ স্টোরেজ দেওয়া হয়েছে। পোকো সি৭৫ ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।
ক্যামেরার কথা বললে, পোকো সি৭৫ ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। যদিও দ্বিতীয় সেন্সর সম্বন্ধে কিছু জানানো হয়নি। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় ফিল্ম ক্যামেরা, এইচডিআর, পোট্রেট, ৫০ মেগাপিক্সেল মোড সাপোর্ট করবে। আর ফটো কোয়ালিটি বাড়ানোর জন্য এতে পোকো ইমাজিং ইঞ্জিন উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য পোকো সি৭৫ স্মার্টফোনে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Poco C75 Price - পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০৯ ডলার, যা প্রায় ৯,১০০ টাকার সমান। আর এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯ ডলার বা প্রায় ১০,৮০০ টাকা।