Poco Deadpool: পোকোর বিশাল চমক, আসছে ডেডপুল স্মার্টফোন, ফাঁস হল ছবি

পোকো বিশেষ ডেডপুল এডিশনের একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে। লঞ্চের আগে ফাঁস হল ডিভাইসটির বিশেষ ডিজাইন।

Ananya Sarkar 24 July 2024 8:19 AM IST

পোকো একটি লিমিটেড এডিশনের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। ডিভাইসটির জন্য শাওমির সাব-ব্র্যান্ডটি মার্ভেল স্টুডিওসের সাথে একত্রে কাজ করছে। আসন্ন ফোনটি আগামী ২৬ জুলাই বহু প্রতীক্ষিত ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটির রিলিজকে চিহ্নিত করবে। সম্প্রতি, মাইক্রোসফ্ট একটি ডেডপুল-থিমযুক্ত কন্ট্রোলার লঞ্চ করেছে। যদিও পোকো ডিভাইসের লঞ্চের তারিখটি গোপন রয়েছে, তবে এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যা আসন্ন স্মার্টফোনের একটি আভাস দিয়েছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোকো একটি ডেডপুল-থিমের স্মার্টফোনে কাজ করছে

টিপস্টার দ্বারা শেয়ার করা ছবিটি লেদার-টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলের সাথে একটি লাল রঙের বিকল্পে পোকো সীমিত সংস্করণের স্মার্টফোনটিকে প্রকাশ করেছে। এটি ডেডপুলের সিগনেচার ক্রিমসন রেড শেডের মতো। এলইডি ফ্ল্যাশ ইউনিটে সুপারহিরোর চিহ্ন রয়েছে। ব্যাক প্যানেলের ডানদিকে হলুদ রঙে পোকো ব্র্যান্ডিংয়ের সাথে 'স্পেশাল লিমিটেড এডিশন' টেক্সট রয়েছে। ক্যামেরা সেন্সরের নীচে ডেডপুলের ‘কাটানা ব্লেড’-টিও দেখা গেছে।

স্পেশাল লিমিটেড এডিশনের স্মার্টফোন হওয়ার কারণে, আসন্ন পোকো ডিভাইসটি একটি কাস্টমাইজড বক্সে এবং স্টিকার, কীচেন এবং আরও কিছু সামগ্রী অফার করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটি একটি কাস্টমাইজড ইউজার ইন্টারফেসের সাথেও আসতে পারে। এটি সম্ভবত ২৬ জুলাই লঞ্চ হবে এবং আগস্টের শুরুতে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে।

Poco Deadpool edition images leaked

পোকোর লিমিটেড এডিশনের স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের লেআউট দেখলে, এটিকে পোকো এফ৬ বলে মনে হয়। এটি এপ্রিল মাসে হাইপারওএস ডেটাবেসে দেখা গিয়েছিল। পোকো এফ৬ ফোনটিতে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। এটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।

Show Full Article
Next Story