Poco F4 GT মাত্র ১৭ মিনিটে ফুল চার্জ হবে, লঞ্চ হল ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে

আজ অর্থাৎ ২৬শে এপ্রিল গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Poco F4 GT। এটি চলতি বছরের প্রথমার্ধে চীনে আত্মপ্রকাশ করা Redmi K50...
SUPARNA 26 April 2022 11:54 PM IST

আজ অর্থাৎ ২৬শে এপ্রিল গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Poco F4 GT। এটি চলতি বছরের প্রথমার্ধে চীনে আত্মপ্রকাশ করা Redmi K50 Gaming Edition স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন রূপে এসেছে। Poco F4 GT স্মার্টফোনকে 'হার্ডকোর গেমিং ফ্ল্যাগশিপ' শিরোনামের সাথে বাজারজাত করা হয়েছে, যা UFS 3.1 স্টোরেজ, LPDDR5 র‌্যাম, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট এবং লিকুইডকুল টেকনোলজি ৩.০ ফিচার ব্যবহারের মাধ্যমে 'এপেক্স পারফরম্যান্স' প্রদান করবে বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। তদুপরি, সদ্য আগত এই ডিভাইসটি FHD+ ডিসপ্লে প্যানেল, ম্যাগনেটিক পপ-আপ ট্রিগার, একটি সাইবার ইঞ্জিন সুপার ওয়াইড-ব্যান্ড এক্স-অক্সিস মোটর এবং চারটি স্পিকার সহ এসেছে। চলুন নয়া Poco F4 GT স্মার্টফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

পোকো এফ৪ জিটি দাম (Poco F4 GT Price)

পোকো এফ৪ জিটি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯৯ ইউরো বা ভারতীয় মূল্যে প্রায় ৪৯,০০০ টাকা। আর, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে ৬৯৯ ইউরো বা প্রায় ৫৭,১০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি সাইবার ইয়েলো, নাইট সিলভার এবং স্টিলথ ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এসেছে৷ গ্লোবাল মার্কেটে, এই ফোনটির প্রথম সেলের তারিখ আগামী ২৮শে এপ্রিল নির্ধারিত করা হয়েছে। তবে ভারত বা অন্যান্য বাজারে ফোনটির উপলব্ধতা সম্পর্কিত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

পোকো এফ৪ জিটি স্পেসিফিকেশন (Poco F4 GT Specifications, Features)

পোকো এফ৪ জিটি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডিসপ্লেমেট এ+ (Displaymate A+) রেটিং সাপোর্ট করে বলে দাবি করেছে পোকো। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ওএস দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে, পোকোর এই নয়া হ্যান্ডসেটে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি পাওয়া যাবে। তদুপরি এটি লিকুইডকুল টেকনোলজি ৩.০ সমর্থন করে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ৪,৮৬০ মিমি বর্গ এলাকা জুড়ে তাপ অপসারণ এবং ডুয়েল ভিসি কুলিং অফার করবে।

ফটোগ্রাফির জন্য Poco F4 GT স্মার্টফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ৬পি (6P) লেন্স সহ ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর (এফ/১.৯ অ্যাপারচার), ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর (এফ/২.২ অ্যাপারচার) এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার (এফ/২.৪ অ্যাপারচার)। এই রিয়ার ক্যামেরা সেটআপে একটি ফ্লিকার সেন্সরও আছে, যা স্ক্রীন থেকে ছবি ক্লিক করার সময় 'নিট অ্যান্ড ক্লিন' ফটো তুলতে দেয়। অন্যদিকে, সেলফি তোলার জন্য এই ফোনে ২০ মেগাপিক্সেলের Sony IMX596 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার এফ/২.৪।

অন্যান্য ফিচারের কথা বললে, নবাগত Poco F4 GT ফোনের ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা মডিউলে RGB লাইট দেওয়া হয়েছে। এই লাইট, গেম খেলাকালীন, ফোন চার্জে থাকা অবস্থায় এবং নোটিফিকেশন এলে আলোকিত হয়। তদুপরি স্মার্টফোনটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য ম্যাগনেটিক পপ-আপ ট্রিগার বোতাম সহ এসেছে। এছাড়া উক্ত ডিভাইসে - ট্রিপল মাইক্রোফোন সেটআপ, ডলবি অ্যাটমস সহ সিমেট্রিকাল কোয়াড স্পিকার (দুটি টুইটার এবং দুটি উফার), এবং সাইবার ইঞ্জিন আল্ট্রা-ওয়াইডব্যান্ড এক্স-অ্যাক্সি মোটর উপস্থিত রয়েছে।

Poco F4 GT স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার, সেন্সর হিসাবে এতে - অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ব্যারোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটিক কম্পাস এবং প্রক্সিমিটি সেন্সর বিদ্যমান। বায়োমেট্রিক সিকিউরিটি নিশ্চিত করতে এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি এআই (AI) ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F4 GT ফোনে ১২০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই চার্জিং সিষ্টেম মাত্র ১৭ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসের ব্যাটারিকে ফুল চার্জ করতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। সদ্য আগত এই স্মার্টফোনের পরিমাপ ১৬২.৫x৭৬.৭x৮.৫ মিমি এবং ওজন ২১০ গ্রাম।

Show Full Article
Next Story