জনপ্রিয় এই Poco ফোনে এল Android 13 আপডেট, সাপোর্ট করবে Jio 5G

২০২২ সালে আত্মপ্রকাশ করা Poco F4 স্মার্টফোনের কিছু নির্বাচিত ব্যবহারকারীদের জন্য Android 13 ভিত্তিক সর্বশেষ MIUI 14...
SUMAN 21 Feb 2023 3:19 PM IST

২০২২ সালে আত্মপ্রকাশ করা Poco F4 স্মার্টফোনের কিছু নির্বাচিত ব্যবহারকারীদের জন্য Android 13 ভিত্তিক সর্বশেষ MIUI 14 কাস্টম ইউজার ইন্টারফেস আপডেট রিলিজ করার কথা ঘোষণা করলো Xiaomi। এই ওএস আপডেটটি Jio 5G সমর্থন সহ লেটেস্ট ফার্মওয়্যার সংস্করণ এবং একগুচ্ছ নতুন ফিচার অফার করবে। তবে মনে রাখবেন, আলোচ্য মডেলের ভারতীয় সংস্করণের জন্য নিয়ে আসা এই আপডেটটি বর্তমানে বিটা প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। যদিও আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে প্রত্যেক Poco F4 স্মার্টফোনের জন্য নয়া MIUI 14 কাস্টম রম আপডেট রিলিজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Jio 5G সাপোর্ট সহ Android 13 ভিত্তিক MIUI 14 OS আপডেট পেল Poco F4 স্মার্টফোনের ভারতীয় সংস্করণ

পোকো ইন্ডিয়ার কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডন সর্বপ্রথম, পোকো এফ৪ স্মার্টফোনের ভারতীয় সংস্করণের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ওএস আপডেট পাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। এক্ষেত্রে ভারতের জন্য উক্ত পোকো হ্যান্ডসেটের এমআইইউআই ১৪ আপডেটের লেটেস্ট ফার্মওয়্যার সংস্করণ হল - V14.0.2.0.TLMINXM ৷ আর যেমনটা আমরা আগেই জানিয়েছিলাম, এফ-সিরিজের স্মার্টফোনটি এই নয়া আপডেটের সাথে একাধিক নতুন ফিচার এবং রিলায়েন্স জিও সংস্থার ট্রু ৫জি কানেক্টিভিটির সাপোর্ট পাবে।

সংস্থা প্রদত্ত রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমইএইউআই ১৪ আপডেটটি আরো ভালো 'ইউজার এক্সপিরিয়েন্স' প্রদানের জন্য - নতুন সুপার আইকন, উইজেট, রিভ্যাম্পড বা পরিবর্তিত ভিজ্যুয়াল ডিজাইন, উন্নীত পারফরম্যান্স স্পিড এবং ব্যাটারি লাইফের মতো একাধিক নয়া তথা আপগ্রেডেড ফিচার অফার করবে।

উপলব্ধতার কথা বললে, সংস্থার বিটা প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য এই আপডেটটি সর্বপ্রথম রোলআউট করা হবে। আর রোলআউটের পর যদি কোনো নেতিবাচক ফিডব্যাক না আসে, তবে আগামী সপ্তাহ থেকেই Poco F4 স্মার্টফোনের জন্য পরবর্তী ওএস ভার্সন রিলিজের প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্যান্ডন।

প্রসঙ্গত, এর পূর্বে গ্লোবাল এবং ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (EEA) -এ উপলব্ধ পোকো এফ৪ মডেলগুলির জন্য এমআইইউআই ১৪ কাস্টম স্কিন আপডেট লাইভ করা হয়েছিল।

Poco F4 স্মার্টফোনের জন্য MIUI 14 আপডেট কীভাবে ডাউনলোড করা যাবে?

Xiaomiui এর রিপোর্ট অনুযায়ী, পোকো এফ৪ স্মার্টফোনের জন্য রোলআউট করা এমআইইউআই ১৪ ওএস আপডেটের সাইজ ৩.৫ জিবি। ব্যবহারকারীরা এমআইইউআই ডাউনলোডার (MIUI Downloader) সফ্টওয়্যারের মাধ্যমে এই নতুন ওএস আপডেট ডাউনলোড করতে পারবেন। সর্বোপরি, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ডাউনলোড করার ক্ষেত্রে এমআইইউআই ১৪ কাস্টম স্কিনের একাধিক লুকানো ফিচার কীভাবে ব্যবহার করা সম্ভব সেই ট্রিক সম্পর্কেও জানার সুযোগ পেয়ে যাবেন আপনারা।

Poco F4 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ডুয়েল-সিমের (ন্যানো) পোকো এফ ৪ ফোনকে ২০২২ সালে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনের সাথে লঞ্চ করা হয়েছিল। আর এখন ডিভাইসটি প্রথম বড় ওএস আপডেট পেল। ফিচারের কথা বললে, এতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ই৪ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DCI-P3 কালার গ্যামেট, ডলবি ভিশন এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য, পোকো এফ৪ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS-এনাবল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এফ-সিরিজের এই ৫জি-এনাবল ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Show Full Article
Next Story