64MP OIS ক্যামেরা ও 5000 mAh ব্যাটারির Poco F5 5G এখন অনেক সস্তা, দেখুন অফার
শাওমি (Xiaomi)-এর অন্যতম সাব-ব্র্যান্ড পোকো (Poco) এমনিতেই ভারতীয় বাজেট স্মার্টফোন মার্কেটে যথেষ্ট জনপ্রিয়। আর এখন...শাওমি (Xiaomi)-এর অন্যতম সাব-ব্র্যান্ড পোকো (Poco) এমনিতেই ভারতীয় বাজেট স্মার্টফোন মার্কেটে যথেষ্ট জনপ্রিয়। আর এখন পারফরম্যান্স-কেন্দ্রিক একটি মিড-রেঞ্জ পোকো স্মার্টফোন সস্তায় কেনার সুযোগ পাবেন। ফ্লিপকার্ট বর্তমানে একটি লোভনীয় ডিল নিয়ে এসেছে। আর এই ফোনের নাম Poco F5 5G। আসুন এর দাম, অফার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Poco F5 5G-এর মূল্য এবং অফার
পোকো এফ৫ ৫জি স্মার্টফোনকে ফ্লিপকার্টে অনেকগুলি অফার সহ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে৷ পোকো এফ৫ ৫জি-এর ৮ জিবি র্যাম সংস্করণটির দাম ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টটির দাম ৩৩,৯৯৯ টাকা। দুই মডেলই ২৫৬ জিবি স্টোরেজ অফার করে।
এদিকে পোকো এফ৫ ৫জি-তে বিশেষ ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। ডিভাইসটি কেনার সময় যদি সিটি ব্যাঙ্ক (Citi Bank) ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, তাহলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও ১০% ছাড় পাওয়া যাবে। এছাড়া, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) কার্ডের সাথে ৫ শতাংশ ছাড়ও পাওয়া যাবে।
উল্লেখ্য, পোকো এফ৫ ৫জি স্মার্টফোনটি ফ্লিপকার্ট-এ ২৮,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার সহ পাওয়া যাচ্ছে। কিন্তু এর সুবিধা পেতে ক্রেতাদের ফ্লিপকার্ট-এর শর্তগুলি পূরণ করতে হবে।
Poco F5 5G-এর স্পেসিফিকেশন
Poco F5 5G-এ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত। চিপটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত।
ক্যামেরার ক্ষেত্রে, Poco F5 5G-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং তৃতীয় একটি ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।