Poco F5 ও Poco F5 Pro তাকলাগানো ফিচার্স নিয়ে ভারত সহ বিভিন্ন দেশে আসছে, লঞ্চ কবে
পোকো (Poco) ভারত সহ গ্লোবাল মার্কেটে Poco F5 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে দুটি...পোকো (Poco) ভারত সহ গ্লোবাল মার্কেটে Poco F5 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে দুটি হ্যান্ডসেট- Poco F5 এবং Poco F5 Pro অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যেই এই ডিভাইসগুলি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC), আইএমএআই (IMEI), মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর মতো বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। তবে শোনা যাচ্ছে যে, এই দুই ডিভাইসের মধ্যে শুধুমাত্র স্ট্যান্ডার্ড Poco F5 ফোনটিই ভারতের বাজারে প্রবেশ করবে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি তাদের এই আসন্ন F-সিরিজের হ্যান্ডসেটটি আগামী ৬ এপ্রিল ভারতে লঞ্চ করবে। অন্যদিকে, প্রো ভ্যারিয়েন্টটি সব দেশে লঞ্চ নাও হতে পারে। আর এখন লঞ্চের আগে, Poco F5 এবং Poco F5 Pro- উভয় মডেলকেই টিইউভি (TUV) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্পট করা গেছে, যা ইঙ্গিত করে যে এগুলি শীঘ্রই লঞ্চ।
Poco F5 সিরিজের ফোনগুলি লাভ করেছে TUV সার্টিফিকেশন সাইটের অনুমোদন
পোকো এফ৫ এবং এফ৫ প্রো ফোন দুটি 23049PCD8G এবং 23013PC75G মডেল নম্বর সহ টিইউভি (TUV) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরগুলি একই যা এর আগে অন্যান্য সার্টিফিকেশন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল৷ এই দুটি হ্যান্ডসেটই অধিকাংশ পোকো ফোনের মতো রেডমি স্মার্টফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে পা রাখবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি, পোকো নতুন রেডমি নোট ১২ টার্বো-কে পোকো এফ৫ এবং রেডমি কে৬০-কে পোকো এফ৫ প্রো হিসাবে রিব্র্যান্ড করবে। যেহেতু, উল্লেখিত রেডমি ডিভাইসগুলি ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে, তাই এগুলির সকল স্পেসিফিকেশনই জানা। যদিও, রেগুলার পোকো এফ৫ আগামী ৬ এপ্রিল ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছিল, তবে বর্তমানে মনে করা হচ্ছে যে কোম্পানি এই স্মার্টফোনটির লঞ্চে বিলম্ব করতে পারে। শাওমিইউআই প্রকাশনার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, লঞ্চটি এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষের দিকে স্থানান্তরিত হতে পারে, কারণ এই ডিভাইসগুলির সফ্টওয়্যার বিল্ডগুলি শুধুমাত্র ২৭ মার্চ লাইভ হয়েছিল।
Poco F5 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পোকো এফ৫ প্রো-এ ২কে (2K) রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। চিপসেটটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পোকো এফ৫ প্রো অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Poco F5 Pro-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করবে৷ আর ফোনের ডিসপ্লের শীর্ষ-কেন্দ্রে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F5 Pro ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে এবং এতে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করবে।
Poco F5-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Poco F5-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ১২-বিট ফ্লেক্সিবল ওলেড (OLED) প্যানেল থাকবে। ডিভাইসটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যা এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত হবে।
Poco F5-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Poco F5-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।