ফিচার্সের পর দামও ফাঁস, লঞ্চের আগেরদিনই Poco F5 ও Poco F5 Pro নিয়ে খাস খবর
Poco F5 সিরিজটি ৯ মে অর্থাৎ আগামীকাল গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। পোকোর এই ফ্ল্যাগশিপ সিরিজটি Poco F5 এবং F5 Pro -...Poco F5 সিরিজটি ৯ মে অর্থাৎ আগামীকাল গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। পোকোর এই ফ্ল্যাগশিপ সিরিজটি Poco F5 এবং F5 Pro - এই দুটি স্মার্টফোনের সমন্বয়ে গঠিত। এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি আগামীকাল ভারতেও লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে, যেখানে Poco F5 Pro শুধুমাত্র ইউরোপে আসবে। ইতিমধ্যেই, কোম্পানি আসন্ন F-সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতি ক্রেতাদের আকর্ষিত করতে এগুলির মূল স্পেসিফিকেশন এবং ফিচারগুলিকে আনুষ্ঠানিকভাবে টিজ করছে। তবে এখন, আসন্ন লঞ্চের আগে এক টিপস্টার Poco F5 এবং Poco F5 Pro-এর স্টোরেজ কনফিগারেশন এবং প্রত্যাশিত মূল্যের বিবরণ প্রকাশ করেছেন। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Poco F5 সিরিজের মেমরি কনফিগারেশন এবং মূল্য
টিপস্টার সুধাংশু আম্ভোরে দাবি করেছেন যে, পোকো এফ৫ সিরিজটি দুটি স্টোরেজ কনফিগারেশনে ইউরোপে লঞ্চ হবে - ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। টিপস্টার এর সাথে যোগ করেছেন যে, এফ৫-এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম হবে ৪২৮ ইউরো (প্রায় ৩৯,৩০০ টাকা), যেখানে ১২ জিবি র্যাম বিকল্পটি ৪৭৯ ইউরো (প্রায় ৪৩,৯০০ টাকা)-এ লঞ্চ করা হবে। তবে আর্লি বার্ড অফারের অংশ হিসাবে, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে ৩৭৯ ইউরো (প্রায় ৩৪,৭০০ টাকা) এবং ৩৯৯ ইউরো (প্রায় ৩৬,৫০০ টাকা)-এ পাওয়া যাবে।
অন্যদিকে, পোকো এফ৫ প্রো-এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৫৭৯ ইউরো (প্রায় ৫৩,০০০ টাকা)। এটির আর্লি বার্ড প্রাইস হবে ৪৭৯ ইউরো (প্রায় ৪৩,৯০০ টাকা)। আবার, ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬২৯ ইউরো (প্রায় ৫৭,৬০০ টাকা) মূল্যে উপলব্ধ হবে। তবে টিপস্টার আম্বোরের মতে, আর্লি বার্ড সেলের অংশ হিসেবে উচ্চতর র্যাম বিকল্পটি ৪৯৯ ইউরো (প্রায় ৪৫,৭০০ টাকা)-এ পাওয়া যাবে।
ইতিমধ্যেই, পোকোর তরফে নিশ্চিত করা হয়েছে যে ভারতে আগত Poco F5 5G স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। ডিভাইসটিতে ৯৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এর শীর্ষে একটি পাঞ্চ-হোল কাটআউটও দেখা যাবে। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
Poco F5 দুটি কালার অপশনে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে - কার্বন ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট। এতে থাকবে টারবাইনের মতো ক্যামেরা মডিউল ডিজাইন। আর এই ক্যামেরা মডিউলের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, Poco F5 Pro মডেলটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ২কে (2K) অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১২ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, F5 Pro-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,১৬০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।