Poco F5 বাজার তোলপাড় করতে আসছে, সাধ্যের মধ্যেই পাবেন প্রিমিয়াম ফিচার্স

পোকো (Poco) বর্তমানে তাদের F5 সিরিজের স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গত মাসে,...
Ananya Sarkar 22 Feb 2023 3:22 PM IST

পোকো (Poco) বর্তমানে তাদের F5 সিরিজের স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গত মাসে, 23013PC75G মডেল নম্বর সহ একটি ডিভাইসকে আইএমইআই (IMEI) ডেটাবেসে Poco F5 Pro নামের সাথে স্পট করা গিয়েছিল। এটি পরে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং আইএমডিএ (IMDA)-এর মতো সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে। আর এখন 23049PCD8G মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসে একটি নতুন পোকো ফোনকে দেখা গেছে, যা ব্র্যান্ডের F-সিরিজের অধীনে একটি বাজেট হাই-এন্ড মোবাইল হিসাবে বিশ্ববাজারে Poco F5 হিসেবে আত্মপ্রকাশ করবে।

Poco F5 পেল আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটের অনুমোদন

23049PCD8G মডেল নম্বর সহ পোকো এফ৫-কে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গিয়েছে। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 23049PCD8G ডিভাইসের সাথে "মার্বেল" কোডনামটি যুক্ত রয়েছে। এছাড়া, 23049RAD8C মডেল নম্বর সহ ফোনটির একটি চীনা ভ্যারিয়েন্টও রয়েছে। এই ডিভাইসটি চীনে রেডমি নোট ১২ টার্বো (বা নোট ১২টি) নামের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে কিছু নানা সূত্রে দাবি করা হয়েছিল যে, ডিভাইসটি বিশ্ব বাজারে পোকো এক্স৫ জিটি হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। তবে, এখন দেখা যাচ্ছে যে এটিকে বিশ্ববাজারে এক্স৫ জিটি নয় বরং পোকো এফ৫ হিসেবে রিব্যাজ করা হবে।

Redmi Note 12 Turbo/ Poco F5-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১২ টার্বো/পোকো এফ ৫ মডেল ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনটি আই প্রোটেকশন ডিমিং ফিচারের পাশাপাশি একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অফার করবে। ফোনটি সম্ভবত পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Turbo বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসতে পারে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি আইআর (IR) ব্লাস্টার এবং একটি লিনিয়ার মোটর। যেহেতু Note 12 Turbo-কে গ্লোবাল মার্কেটে Poco F5 হিসাবে রিব্র্যান্ড করা হবে বলে অনুমান করা হচ্ছে, তাই উভয় ফোনই অভিন্ন স্পেস সহ আসতে পারে।

Show Full Article
Next Story