Poco F6 5G লঞ্চ হতে আর বেশি দেরি নেই, MIUI-এর বদলে থাকবে নতুন HyperOS সফটওয়্যার

শাওমি (Xiaomi)-অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড, পোকো তাদের জনপ্রিয় ‘ফ্ল্যাগশিপ-কিলার’ F সিরিজটি রিফ্রেশ করার প্রক্রিয়া...
Ananya Sarkar 23 Nov 2023 7:55 AM IST

শাওমি (Xiaomi)-অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড, পোকো তাদের জনপ্রিয় ‘ফ্ল্যাগশিপ-কিলার’ F সিরিজটি রিফ্রেশ করার প্রক্রিয়া শুরু করেছে। রিপোর্ট বলছে, পোকো ভারত সহ গ্লোবাল মার্কেটের জন্য Poco F6 5G এবং Poco F6 Pro 5G মডেলগুলির ওপর কাজ করছে। যা Redmi K70 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হবে। Poco F6-এর ভারতীয় ভ্যারিয়েন্ট সম্প্রতি 2311DRK48I মডেল নম্বরের সঙ্গে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ছাড়পত্র পেয়েছে। আর এখন, ভিন্ন মডেল নম্বর সহ গ্লোবাল ভ্যারিয়েন্টটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সাইটে উপস্থিত হয়ে খুব শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশে Poco F6 লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Poco F6 5G পেল IMDA-এর অনুমোদন

আইএমডিএ সার্টিফিকেশন ডেটাবেসে 2311DRK48G সহ একটি পোকো ডিভাইস তালিকাভুক্ত হয়েছে। যদিও লিস্টিংটি হ্যান্ডসেটের নাম প্রকাশ করেনি, তবে অনুমান করা হচ্ছে, এটি সম্ভবত পোকো এফ৬ ৫জি হবে। এছাড়া, সেখানে স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই।

জানিয়ে রাখি, রেডমি কে৭০ই ফোনটি শীঘ্রই বিশ্বের প্রথম ডাইমেনসিটি ৮৩০০-আল্ট্রা চিপসেট চালিত স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করবে৷ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম প্রকাশ করেছে যে, এটি 2311DRK48C মডেল নম্বর বহন করে। তাই দেখা যাচ্ছে যে, পোকো এফ৬ (2311DRK48G: গ্লোবাল /2311DRK48I: ভারত) রেডমি কে৭০ই-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Redmi K70e-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। MediaTek Dimensity 8300-Ultra চালিত ফোনটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ৯০ হার্টজ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

ফটোগ্রাফির জন্য, Redmi K70e-এ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। আর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। এছাড়াও, এতে মিলবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) সফ্টওয়্যার ভার্সন, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি গ্লাস ব্যাক এবং একটি প্লাস্টিকের ফ্রেম। Redmi K70e- এর পরিমাপ হবে ৮.০৯ মিলিমিটার এবং ওজন হবে ১৯৮ গ্রাম।

Show Full Article
Next Story