Poco F6 গত মে মাসে Poco F5-এর উত্তরসূরী হিসাবে ভারতে রিলিজ হয়েছিল। ফোনটিতে একাধিক ইমপ্রুভমেন্ট এসেছে, বিশেষ করে পারফরম্যান্স ডিপার্টমেন্টে। ডিভাইসটির বেস মডেল 29,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্টে Poco F6 ডিসকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে। যারা 30,000 টাকার মধ্যে অল-রাউন্ডার ফোন খুঁজছেন, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে এটি।
Poco F6 ফ্লিপকার্টে 2000 টাকা ডিসকাউন্টে মিলছে
Poco F6-এর 8/256 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 29,999 টাকা এবং উচ্চতর 12/256 জিবি স্টোরেজ সংস্করণের মূল্য 33,999 টাকা। ফ্লিপকার্টে বেস মডেলটি এখন 2,000 টাকা ছাড়ে লিস্টেড হয়েছে। অর্থাৎ এটি কিনতে খরচ হবে 27,999 টাকা। হায়ার ভ্যারিয়েন্টের দামও 2,000 টাকা কমে 31,999 টাকা হয়েছে।
আরও পড়ুন : পুজোর আগে নতুন ফোন কেনার ইচ্ছা? দেখে নিন 25,000 টাকার মধ্যে সেরা 5 স্মার্টফোন
জানিয়ে রাখি, ফ্লিপকার্ট হ্যান্ডলিং ও সিকিওর প্যাকেজিং ফি’র জন্য যথাক্রমে 49 টাকা ও 99 টাকা চার্জ করছে। এই স্মার্টফোনটি ব্ল্যাক ও টাইটেনিয়াম কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে কেনাকাটা করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
আরও পড়ুন : 10 হাজার টাকার কমে 5G স্মার্টফোন, Motorola G45 5G আজ ফের সেলে কেনার সুযোগ
Poco F6: স্পেসিফিকেশন ও ফিচার্স
পোকোর এই স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও ডলবি ভিশন সাপোর্ট সহ 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Snapdragon 8s Gen 3 প্রসেসর, 50+8 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP64 রেটিং, স্টিরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও 90W ফাস্ট চার্জিং যুক্ত 5,000mah ব্যাটারি রয়েছে।