বাজার কাঁপিয়ে লঞ্চ হল Poco F6 ও F6 Pro, রইল দাম ও ফিচার্সের সমস্ত খুঁটিনাটি
Poco F6 সিরিজটি অবশেষে আজ (২৩ মে) ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। যদিও এই লাইনআপে রয়েছে দুটি মডেল, স্ট্যান্ডার্ড Poco...Poco F6 সিরিজটি অবশেষে আজ (২৩ মে) ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। যদিও এই লাইনআপে রয়েছে দুটি মডেল, স্ট্যান্ডার্ড Poco F6 এবং Poco F6 Pro। তবে ভারতীয় বাজারে শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেলটিই পাওয়া যাবে। সদ্য উন্মোচিত এই পোকো হ্যান্ডসেট দুটি যথাক্রমে Redmi Turbo 3 এবং Redmi K70 Pro ফোনগুলির রিব্র্যান্ডেড সংস্করণ, যা চীনা বাজারে পাওয়া যায়। তাই Poco F6 এবং Poco F6 Pro মডেলগুলিও উল্লেখিত রেডমি হ্যান্ডসেটগুলির মতো ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Qualcomm Snapdragon 8 সিরিজের প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করে। আসুন Poco F6 সিরিজের উভয় মডেলের স্পেসিফিকেশন এবং Poco F6 ফোনের ভারতীয় মূল্য জেনে নেওয়া যাক।
Poco F6 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার
পোকো এফ৬ এবং পোকো এফ৬ প্রো ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমন্বিত ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন এবং ২,৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে, যেখানে পোকো এফ৬ প্রো ৪,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ২কে রেজোলিউশন সহ এসেছে৷ ডিসপ্লেগুলি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। দুটি ফোনেই ফ্ল্যাট ফ্রেম রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটিতে দুটি প্রসারিত ক্যামেরা রিং রয়েছে, যেখানে প্রো মডেলটিতে একটি আয়তক্ষেত্রাকার আইল্যান্ড বিদ্যমান।
ফটোগ্রাফির জন্য, পোকো এফ৬ হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি সেন্সর ও একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ অন্যদিকে, পোকো এফ৬ প্রো-তে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা বিদ্যমান৷ স্ট্যান্ডার্ড এবং প্রো উভয় মডেলের সামনেই ২০ মেগাপিক্সেলের এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে৷ ফোন দুটিতে অবজেক্ট ইরেজার সহ একাধিক এআই (AI) ফিচার মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F6 ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ এসেছে। অন্যদিকে, Poco F6 Pro ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেটটি রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে, যেখানে Pro মডেলে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ রয়েছে। এগুলিতে হিট ডিসিপেশন সিস্টেমও আছে। Poco F6 সিরিজের ফোনগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে। তবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করে আর প্রো মডেলের সর্বোচ্চ চার্জিং স্পিড ১২০ ওয়াট। Poco F6 সিরিজ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে রান করে।
Poco F6 সিরিজের মূল্য এবং লভ্যতা
ভারতে Poco F6 ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা, যেখানে ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়া, টপ-এন্ড ১২ জিবি + ৫১২ জিবি বিকল্পটি ৩৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটি এদেশে ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে ২৯ মে থেকে কেনার জন্য উপলব্ধ হবে। স্মার্টফোনটি টাইটানিয়াম গ্লো, ক্লাসিক ব্ল্যাক এবং এভারল্যান্ড গ্রিন রঙে বেছে নেওয়া যাবে। Poco F6 Pro ভারতে উপলব্ধ নয়, মার্কিন বাজারে ফোনটির দাম ৪৯৯ ডলার (প্রায় ৪১,৫৬০ টাকা) থেকে শুরু হচ্ছে।