কিনতে হুড়োহুড়ি লাগবে! অসাধারণ ফোন আনছে Poco, থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর, 120W চার্জিং

শাওমি (Xiaomi) তাদের পোকো সাব-ব্র্যান্ডের অধীনে Poco F6 সিরিজটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই...
Ananya Sarkar 10 May 2024 3:13 PM IST

শাওমি (Xiaomi) তাদের পোকো সাব-ব্র্যান্ডের অধীনে Poco F6 সিরিজটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Poco F6 এবং Poco F6 Pro হ্যান্ডসেটগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। তবে ব্র্যান্ডের তরফে আপকামিং সিরিজ সর্ম্পকে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু এবার কোম্পানি অপ্রত্যাশিতভাবে Poco F6 Pro মডেলটির বিষয়ে একটি আপডেট প্রকাশ করেছে। ঠিক কি তথ্য জানা গেছে আসন্ন হ্যান্ডসেটটির সর্ম্পকে, আসুন জেনে নেওয়া যাক।

Poco F6 Pro হবে Redmi K70 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন

জিএসএমএরিনা রিপোর্ট অনুযায়ী, শাওমি দ্বারা শেয়ার করা আপডেট থেকে জানা গেছে যে, পোকো এফ৬ প্রো ফোনের কোডনেম হল “ভার্মির” (Vermeer), যা চীনে লঞ্চ হওয়া রেডমি কে৭০ হ্যান্ডসেটেরও সাংকেতিক নাম। শাওমি সাধারণত তাদের ডিভাইসগুলিতে কোনও কোডনেম পুনরায় ব্যবহার করে না। কিন্তু মনে করা হচ্ছে যে ব্র্যান্ড পোকো এফ৬ প্রো হ্যান্ডসেটের ক্ষেত্রে কিছুটা অলস পন্থা গ্রহন করে রেডমি ফোনের কোডনেমটিই ব্যবহার করছে। তবে, এই সংযোগটি নির্দেশ করে যে পোকোর আসন্ন ফোনটি আসলে রেডমি কে৭০ মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

অনুমান সঠিক হলে, পোকো এফ৬ প্রো কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে বাজারে আসবে। ফোনটিতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি থাকবে বলে আশা করা হচ্ছে। এটি একই প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম সহ ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

তবে জানিয়ে রাখি, রেডমি ফোনের রিব্র্যান্ডিং পোকোর জন্য কোনও নতুন কৌশল নয়। ব্র্যান্ডটি সম্প্রতি Poco X6 Pro লঞ্চ করেছে, যা Redmi K70E হ্যান্ডসেট থেকে বহু বৈশিষ্ট্য ধার করে। তবে, দামে কাটছাঁট করার জন্য Poco X6 Pro কিছু ক্ষেত্রে আপসও করেছে, যার মধ্যে K70E মডেলের তুলনায় একটি ছোট ব্যাটারি এবং ধীর চার্জিং সাপোর্ট অন্যতম। যদিও মনে করা হচ্ছে যে, Poco F6 Pro একই ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হবে না। ফাঁস হওয়া তথ্যগুলি থেকে জানা গেছে যে, ফোনটিতে শার্প কিউএইচডি+ রেজোলিউশন সহ বড় ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে।

এছাড়া, Poco F6 Pro ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমন্বিত ক্যামেরা সিস্টেম দেখা যাবে। ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। চলতি সপ্তাহের শুরুতে একটি রিপোর্ট দাবি করা হয় যে, পোকো জুন মাসে গ্লোবাল মার্কেটে Poco F6 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। তাই আনুষ্ঠানিকভাবে ফোনটির বাজারে আসতে এখনও কিছু সময় বাকি আছে। তবে আগামী দিনে Poco F6 সিরিজ সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story