সম্প্রতি আসন্ন পোকো এফ৭ সিরিজের টপ-এন্ড মডেল, পোকো এফ৭ প্রো সম্পর্কে কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়। আর এখন প্রথমবারের জন্য একটি প্রকাশনা সংস্থা লাইনআপটির স্ট্যান্ডার্ড মডেল, পোকো এফ৭ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। উল্লেখযোগ্যভাবে, এটি রেডমি টার্বো ৪ ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে শোনা যাচ্ছে। পোকো এফ৭ সম্পর্কে কি কি জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।
পোকো এফ৭ ফোনের বিবরণ
শাওমিটাইমের রিপোর্ট অনুসারে, পোকো এফ৭ দুটি ভিন্ন মডেল নম্বর বহন করে। এগুলি হল “২৪১২ডিপিসি০এজি” এবং “২৪১২ডিপিসি০এআই”। প্রথম মডেল নম্বরটি বিশ্ব বাজারে ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা পোকো এফ৭ মডেলকে হয়েছে, আর দ্বিতীয়টি ভারতীয় সংস্করণের প্রতিনিধিত্ব করছে। অঞ্চলগুলির আইনি পরিস্থিতির কারণে ডিভাইসগুলির সিস্টেম অ্যাপ্লিকেশনে পার্থক্য থাকতে পারে। কিন্তু, উভয় অঞ্চলের পোকো এফ৭ ফোনের হার্ডওয়্যারের স্পেসিফিকেশন একই রকম হবে।
তবে, পোকো এফ৭ সিরিজটির ওপর বর্তমানে কাজ করছে সংস্থা, এটি বাজারে আসতে এখনো ঢের দেরি। নতুন পোকো এফ৭ সিরিজটি আগামী বছর মে মাসের আগে উন্মোচন করা হবে বলে মনে হয় না৷ সুতরাং, পোকো অনুরাগীদের সিরিজটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে৷ পোকো এফ৭ এবং পোকো এফ৭ প্রো লেটেস্ট কোয়ালকম প্রসেসরের সাথে লঞ্চ হবে এবং এগুলির ক্যামেরায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
শোনা যাচ্ছে, পোকো এফ৭ হবে রেডমি টার্বো ৫ ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ। অন্যদিকে, পোকো এফ৭ প্রো হল রেডমি কে৮০ মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ। পোকো এফ৭ প্রো হ্যান্ডসেটের কোডনেম হল “মিরো”। কোডনেমটি চিত্রশিল্পী জোয়ান মিরোর নাম থেকে এসেছে। রেডমি কে এবং পোকো এফ প্রো সিরিজের ফোনগুলিকে প্রায়শই চিত্রশিল্পীদের নামে সাংকেতিক নাম দেওয়া হয়। নতুন স্মার্টফোনেও এই ঐতিহ্য অব্যাহত রয়েছে। এদিকে, রেডমি টার্বো সিরিজের সাংকেতিক নামগুলি রত্নের থেকে নেওয়া হয়েছে। তবে যেহেতু পোকো এফ৬ সিরিজটি এবছর মে মাসে লঞ্চ হয়েছে, তাই এর উত্তরসূরি মডেলগুলির জন্যও আগামী বছরের মে অবধি অপেক্ষা করতে হবে।