6000mAh ব্যাটারির সাথে Poco F7 ও Poco F7 Ultra গ্লোবাল মার্কেটে এন্ট্রি নিচ্ছে, মিললো ছাড়পত্র
পোকো এফ৭ ও পোকো এফ৭ আল্ট্রা যথাক্রমে রেডমি টার্বো ৪ ও রেডমি কে৮০ প্রো এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। রিপোর্ট অনুযায়ী, আল্ট্রা মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।
পোকো আগামী বছরে অর্থাৎ ২০২৫ সালে Poco F7 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস আসবে: Poco F7 ও F7 Ultra। উভয় ডিভাইসই রেডমি ফোনের রিব্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। এর মধ্যে বেস মডেলটি রেডমি টার্বো ৪ এবং আল্ট্রা মডেলটি রেডমি কে৮০ প্রো এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। আজ পোকোর এই নতুন সিরিজের দুটি ফোনকে সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
Poco F7 সিরিজ উপস্থিত হল IMDA সার্টিফিকেশন সাইটে
সিঙ্গাপুরের আইএমডিএ সার্টিফিকেশন সাইটে পোকো এফ৭ ও পোকো এফ৭ আল্ট্রা আজ যথাক্রমে 24122RKC7G ও 2412DPC0AG মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এই উভয় হ্যান্ডসেটে ৫জি মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ, ওয়াই-ফাই ও এনএফসি থাকবে। আর সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ হ্যান্ডসেট দুটি দ্রুত গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।
যাইহোক, মডেল নম্বর ও কানেক্টিভিটি অপশনে ছাড়া সিঙ্গাপুরের সার্টিফিকেশন সাইট থেকে পোকো এফ৭ ও পোকো এফ৭ আল্ট্রা ফোনের অন্য কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে টিপস্টারদের দৌলতে মাঝেই ডিভাইস দুটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হচ্ছে। আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
Poco F7 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
আগেই বলেছি যে, পোকো এফ৭ ও পোকো এফ৭ আল্ট্রা যথাক্রমে রেডমি টার্বো ৪ ও রেডমি কে৮০ প্রো এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। রিপোর্ট অনুযায়ী, আল্ট্রা মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। আবার এতে ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা ২কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এই স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও দেওয়া হতে পারে।
উল্টোদিকে, পোকো এফ৭ মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ১.৫কে রেজোলিউশনের ওএলইডি ডিসপ্লে দেখা যেতে পারে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ বা স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এতেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
পোকো এফ৭ ও পোকো এফ৭ আল্ট্রা যথাক্রমে রেডমি টার্বো ৪ ও রেডমি কে৮০ প্রো এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। রিপোর্ট অনুযায়ী, আল্ট্রা মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।