ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে দুর্দান্ত ফোন আনছে পোকো, দাম থাকবে সাধ্যের মধ্যে
Poco F7 Pro Specifications - পোকো এফ৭ প্রো পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার হবে। ফোনটির সামনে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা টিসিএল কোম্পানির তৈরি করা।
F সিরিজ Poco-র ফ্ল্যাগশিপ কিলার হিসাবে পরিচিত। আর এই সিরিজের অধীনে আসতে চলা Poco F7 Pro মডেলটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এটি পোকোর সবচেয়ে অত্যাধুনিক স্মার্টফোন হতে চলেছে। আপার মিড-রেঞ্জ সেগমেন্টে ফোনটি ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে। Poco F7 Pro কিন্তু আসলে Redmi K80-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে আসবে। অফিসিয়াল লঞ্চের আগে, এখন ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
Poco F7 Pro স্পেসিফিকেশন
পারফরম্যান্সের নিরিখে, পোকো এফ৭ প্রো ক্রেতাদের আকৃষ্ট করবে। এতে খুব পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার হবে। ফোনটির সামনে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা টিসিএল কোম্পানির তৈরি করা। এটি সুপারিওর ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স সরবরাহ করবে। ডিসপ্লে ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সরবরাহ করবে। ফলস্বরূপ, ছবি শার্প ও স্মুদ হয়ে উঠবে।
পোকো এফ৭ প্রো-র আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ৯০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফাস্ট চার্জিং ফিচার ডিভাইসটির ব্যাটারি কম সময়ের মধ্যে সম্পুর্ণ চার্জ করে দেবে। যার ফলে চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। তবে ব্যাটারি ক্যাপাসিটি কেমন হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ব্যাটারির ক্ষমতা ৫০০০ এমএএইচ থেকে ৫,৫০০ এমএএইচ-এর মধ্যে থাকবে বলে আশা করা যায়।
পোকোর নতুন ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে রান করবে। এতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর শাওমির নিজস্ব কাস্টম স্কিন হাইপারওএস ২.০ প্রি-ইনস্টলড থাকবে। এই আপডেটেড সফটওয়্যার ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করার পাশাপাশি ডিভাইসের পারফরম্যান্স ম্যাক্সিমাইজ করবে। পোকো এফ৭ প্রো সম্পর্কে আপাতত এই তথ্যগুলি সামনে এসেছে।
Poco F7 Pro Specifications - পোকো এফ৭ প্রো পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার হবে। ফোনটির সামনে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা টিসিএল কোম্পানির তৈরি করা।