গ্লোবাল মার্কেটে লঞ্চের আগে Poco F7 Pro জোগাড় করল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন, কি কি থাকবে
Poco F7 Pro Spotted IMDA Certification Website - পোকো এফ৭ প্রো আজ সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়। এর মডেল নম্বর 24117RK2CG। মডেল নম্বরের শেষে 'জি' এর অর্থ গ্লোবাল।
শাওমি নভেম্বরের শেষে চীনে রেডমি কে৮০ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস আসতে পারে - রেডমি কে৮০ ও রেডমি কে৮০ প্রো। আবার ফোন দুটি ভারত ও গ্লোবাল মার্কেটে Poco F7 Pro ও Poco F7 Ultra নামে আসবে বলে খবর। আশা করা যায় এই স্মার্টফোনগুলিও শীঘ্রই বাজারে পা রাখবে। কারণ আজ এদের মধ্যে প্রো মডেলটিকে ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি (IMDA) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আসুন এখান থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।
Poco F7 Pro গ্লোবাল ভ্যারিয়েন্ট উপস্থিত হল আইএমডিএ সার্টিফিকেশন ওয়েবসাইটে
পোকো এফ৭ প্রো আজ সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়। এর মডেল নম্বর 24117RK2CG। মডেল নম্বরের শেষে 'জি' এর অর্থ গ্লোবাল। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এতে ৫জি ও এনএফসি সাপোর্ট করবে। এর সাথে থাকবে ব্লুটুথ ও ওয়াইফাই। এছাড়া এখান থেকে আর কিছু সামনে আসেনি। তবে বলা যায় পোকো এফ৭ প্রো কিছু মাসের মধ্যে সিঙ্গাপুরে লঞ্চ হতে চলেছে। আর আশা করা যায় শীঘ্রই একে অন্যান্য দেশের সার্টিফিকেশন সাইটে দেখা যাবে।
পোকো এফ৭ প্রো এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এর আগে পোকো এফ৭ প্রো কে আইএমইআই ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছিল। সেখান থেকেই এর মডেল নম্বর সামনে এসেছিল। আশা করা হচ্ছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দেওয়া হবে। যদিও কয়েকটি রিপোর্টে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে বলে দাবি করেছে। যাইহোক এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম ওএসে চলবে। আবার ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।
এছাড়া পোকো এফ৭ প্রো স্মার্টফোনে ২কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। আবার এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যেতে পারে। যেখানে পূর্বসূরিতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ছিল। আর ডিভাইসটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
এখন দেখার পোকো কত তাড়াতাড়ি তাদের নতুন হ্যান্ডসেটের লঞ্চের তারিখ ঘোষণা করে। আমাদের অনুমান ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পোকো এফ৭ প্রো লঞ্চ হতে পারে।
Poco F7 Pro Spotted IMDA Certification Website - পোকো এফ৭ প্রো আজ সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়। এর মডেল নম্বর 24117RK2CG। মডেল নম্বরের শেষে 'জি' এর অর্থ গ্লোবাল।