Poco F7 Ultra লঞ্চের আগে FCC সার্টিফিকেশনে দেখা গেল, 50MP টেলিফটো ক্যামেরা সহ থাকবে 16GB র‌্যাম

পোকো F7 আল্ট্রা এফসিসি সার্টিফিকেশন সাইটে 24122RKC7G মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। Poco F7 Ultra তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ।

Suman Patra 1 Dec 2024 3:20 PM IST

Highlights

Poco F7 Ultra FCC সার্টিফিকেশন সাইটে 24122RKC7G মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে।

পোকো F7 আল্ট্রা সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Redmi K80 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক শাওমি হাইপারওএস 2.0 অপারেটিং সিস্টেমে চলবে।

পোকো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Poco F7 Ultra লঞ্চ করতে চলেছে। যদিও ডিভাইসটির লঞ্চের সময় এখনও নিশ্চিত করা হয়নি। তবে সম্প্রতি একে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সামনে এসেছে। যেখান থেকে স্পষ্ট হয়েছে যে এটি একটি প্রিমিয়াম ডিডাইস হবে। ফোনটি 16 জিবি র‌্যাম সহ আসবে। আসুন Poco F7 Ultra সম্পর্কে কি কি তথ্য প্রকাশ পেল জেনে নেওয়া যাক।

Poco F7 Ultra অন্তর্ভুক্ত হল FCC সার্টিফিকেশন সাইটে

পোকো F7 আল্ট্রা এফসিসি সার্টিফিকেশন সাইটে 24122RKC7G মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ। আর ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক শাওমি হাইপারওএস 2.0 অপারেটিং সিস্টেমে চলবে।

আবার এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকবে 5G, 4G LTE, ব্লুটুথ, এনএফসি ও ওয়াই-ফাই 7। উল্লেখ্য, একাধিক রিপোর্টে বলা হয়েছে যে, Poco F7 Ultra সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Redmi K80 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। তবে এদের সম্পূর্ণ স্পেসিফিকেশন একই থাকবে নাকি কিছু পরিবর্তন দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়।

Poco F7 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

যদিও রেডমি K80 প্রো এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসে তবে পোকো F7 আল্ট্রা ফোনে থাকবে 6.67 ইঞ্চি টিসিএল M9 OLED 2K ডিসপ্লে, যার রেজোলিউশন 3200 x 1440 পিক্সেল। এটি 120Hz এলটিপিএস রিফ্রেশ রেট ও 3200 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি থাকবে, যা 120W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য পোকো F7 আল্ট্রা স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ওআইএস সহ 50MP প্রাইমারি সেন্সর, 32MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2.5x অপটিক্যাল জুম ও 20x ডিজিটাল জুম সহ 50MP টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 20MP ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story