ক্রেতাদের মন জয় করতে পোকোর প্রথম আল্ট্রা ফোন আসছে বাজারে

POCO F7 Ultra ফোনটি পোকো এফ সিরিজের নতুন সংযোজন হিসেবে বাজারে আসতে চলেছে। ফোনটিকে এখন IMEI ডেটাবেসে দেখা গেছে। এটি Redmi K80 ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।

Ananya Sarkar 23 Oct 2024 12:06 AM IST

গত জুলাই মাসে একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে যে পোকো তাদের আসন্ন এফ৭ সিরিজের ওপর কাজ করা শুরু করেছে। এই সিরিজের প্রো মডেলটি আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে। যদিও প্রো মডেলটি সাধারণত পোকো এফ সিরিজের শীর্ষে থাকে, তবে এই বিন্যাস পোকো এফ৭ সিরিজের সাথে পরিবর্তিত হতে পারে। এখন POCO F7 Ultra নামে একটি নতুন মডেল আইএমইআই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এটি পোকো এফ৭ প্রো এর পাশাপাশি সাইটে উপস্থিত হয়েছিল।

পোকো এফ৭ আল্ট্রা ফোনটিকে দেখা গেল আইএমইআই ডেটাবেসে

পোকো এফ৭ আল্ট্রা মডেলটি আইএমইআই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা প্রকাশ করেছে যে এটি ২৪১২২আরকেসি৭জি মডেল নম্বর বহন করে। উল্লেখযোগ্যভাবে, এই ফোনের মডেল নম্বর রেডমি কে৮০-এর সাথে মিলে যায়। এটি ইঙ্গিত করে যে পোকো এফ৭ আল্ট্রা চীনা বাজারে আসতে চলা রেডমি কে৮০ ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। যদি তথ্যটি সঠিক হয়, তবে ডিভাইসটি থেকে কি কি আশা করা যায়, তার ধারণা পাওয়ার জন্য রেডমি কে৮০ ফোনের স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে।

রেডমি কে৮০ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডমি কে৮০ ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির সামনে ২কে ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে, যা পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, টিসিএল (TCL) দ্বারা তৈরি করা হবে। ডিভাইসটিতে ম্যাক্রো শট ক্যাপচার করতে সক্ষম একটি টেলিফটো লেন্সও থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি কে৮০ বড় ৬,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। বড় ব্যাটারি, বিশেষ করে ৬,০০০ এমএএইচ-এর রেঞ্জে, এবছর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য একটি ট্রেন্ড হবে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে সম ক্ষমতার ব্যাটারি অন্তর্ভুক্ত করা হবে বলে শোনা যাচ্ছে। এমনকি রেডমির নিজস্ব নোট ১৪ প্রো প্লাস হ্যান্ডসেটেও ৬,২০০ এমএএইচ সেল রয়েছে।

স্থায়িত্বের জন্য, রেডমি কে৮০ ফোনে কমপক্ষে আইপি৬৮ রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকতে পারে। তবে এই ফোনে আইপি৬৯ রেটিংও আশা করা যায়। বিশেষ করে যেহেতু আরও সাশ্রয়ী মূল্যের রেডমি নোট ১৪ প্রো-এর জন্য আইপি৬৯ রেটিং ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে৷ রেডমি কে৮০ হ্যান্ডসেটের পাশাপাশি প্রো মডেলগুলিকেও লঞ্চ করা হবে, যেগুলি একই চিপসেট অফার করবে বলে আশা করা হচ্ছে। যদি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এবং ডিসপ্লে না থাকে, তবে চার্জিং এবং ব্যাটারির ক্ষমতার মধ্যে পার্থক্য হতে পারে।

Show Full Article
Next Story