Poco M4 5G গ্লোবাল মার্কেটে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি

Poco M4 5G গ্লোবাল মার্কেটে প্রত্যাশামতোই আজ লঞ্চ হল। গত এপ্রিলে ফোনটি ভারতে আত্মপ্রকাশ করেছিল। এই ফোনটি Redmi Note 11E...
Julai Modal 16 Aug 2022 3:58 PM IST

Poco M4 5G গ্লোবাল মার্কেটে প্রত্যাশামতোই আজ লঞ্চ হল। গত এপ্রিলে ফোনটি ভারতে আত্মপ্রকাশ করেছিল। এই ফোনটি Redmi Note 11E এরও টুইক ভার্সন, যদিও এতে ভিন্ন রিয়ার ডিজাইন, উন্নত সেলফি ক্যামেরা রয়েছে। Poco M4 5G ফোনে পাওয়া যাবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ডুয়েল রিয়ার ক্যামেরা। আবার ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ও বড় ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে।

পোকো এম৪ এর দাম ও সেলের তারিখ (Poco M4 5G Global Price, Sale Date)

গ্লোবাল মার্কেটে পোকো এম৪ ৫জি কত দামে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। তবে দক্ষিন এশিয়ায় ফোনটি আগামী ১৮ আগস্ট থেকে Shopee-এর মাধ্যমে কেনা যাবে। ফলে ওইদিন আমরা দামও জানতে পারবো।

পোকো এম৪ ৫জি স্পেসিফিকেশন, ফিচার (Poco M4 5G Global Specifications, Features)

পোকো এম৪ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আবার পোকো এম৪ ৫জি ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরায় প্রো, নাইট, পোট্রেট প্রভৃতি মোড সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Poco M4 5G ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি LPDDR4x র‌্যাম ও UFS 2.2 স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ২০০ গ্রাম। পাওয়ার ব্যাকআপের জন্য Poco M4 5G ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে (বক্সে ২২.৫ ওয়াট চার্জার আছে)। ডুয়েল সিমের এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Show Full Article
Next Story