Poco লঞ্চ করল দেশের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, কিনলে 50 জিবি নেট পুরো ফ্রি!
Poco M6 5G ভারতে গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসর এবং ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং...Poco M6 5G ভারতে গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসর এবং ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি তিনটি র্যাম-স্টোরেজ এবং কালার অপশনে উপলব্ধ। স্মার্টফোনটি এখন এক্সক্লুসিভ এয়ারটেল (Airtel) প্রিপেইড কম্বোর সাথে পাওয়া যাবে, যা ওয়ান-টাইম ডেটা অফার করবে। প্রসঙ্গত, গত জুলাই মাসে Poco C51 এয়ারটেল-এক্সক্লুসিভ সংস্করণের সাথে ৫,৯৯৯ টাকায় ৫০ জিবি এককালীন মোবাইল ডেটা সহ এদেশে বাজারে এসেছিল।
Poco M6 5G-এর এয়ারটেল প্রিপেইড ভার্সন
কোম্পানি নিশ্চিত করেছে যে, পোকো এম৬ ৫জি-এর এয়ারটেল-এক্সক্লুসিভ সংস্করণটি ভারতে ১০ মার্চ থেকে মাত্র ৮,৭৯৯ টাকায় পাওয়া যাবে। এয়ারটেল প্রিপেইড গ্রাহকরা এটি কিনলে এককালীন ৫০ জিবি মোবাইল ডেটা পাবেন। তবে যারা এয়ারটেল ব্যবহার করেন না, তাদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। কেননা নন-এয়ারটেল ইউজাররা ডোরস্টেপ সিম ডেলিভারি অপশন বেছে নিতে পারবেন, যা তাদের ইনস্ট্যান্ট সিম অ্যাক্টিভেশনের সাথে একই সুবিধা প্রদান করবে।
জানিয়ে রাখি, গত বছর ডিসেম্বরে লঞ্চের সময় পোকো এম৬ ৫জি-এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১০,৪৯৯ টাকা, যেখানে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ১১,৪৯৯ টাকা এবং ১৩,৪৯৯ টাকায় বাজারে আসে। ফোনটি গ্যালাকটিক ব্ল্যাক, ওরিয়ন ব্লু এবং পোলারিস গ্রিন কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Poco M6 5G-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির এইচডি+ (1,600 x 720 পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৬০০ নিট পিক ব্রাইটনেস, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা অফার করে। এটি Mali-G57 MC2 GPU-এর সাথে যুক্ত MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক মিইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Poco M6 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি অনির্দিষ্ট সেকেন্ডারি সেন্সর সহ ৫০ মেগাপিক্সেলের এআই (AI)-সাপোর্টেড প্রাইমারি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য, ১৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।