Poco M6 5G: রেডমির দেখাদেখি এবার পোকো-ও আনছে সবচেয়ে সস্তা 5G ফোন
কয়েকদিন আগেই শাওমি (Xiaomi) তাদের সাব-ব্র্যান্ড রেডমির অধীনে ভারতে Redmi 13C 4G এবং Redmi 13C 5G লঞ্চ করেছে। দ্বিতীয়...কয়েকদিন আগেই শাওমি (Xiaomi) তাদের সাব-ব্র্যান্ড রেডমির অধীনে ভারতে Redmi 13C 4G এবং Redmi 13C 5G লঞ্চ করেছে। দ্বিতীয় ফোনটি ভারতে উপলব্ধ রেডমির সবচেয়ে সস্তা ফাইভ-জি স্মার্টফোন। এখন শুনলে অবাক হবেন, Redmi 13C 5G এবার পোকো (Poco) ব্র্যান্ডের অধীনে ভিন্ন নামে বাজারে আসবে। এটি Poco M6 5G হিসাবে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে।
Poco M6 5G আসলে রিব্র্যান্ডেড Redmi 13C 5G
টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যা এমআইইউআই (MIUI) কোড থেকে নেওয়া বলে মনে হচ্ছে। এটি প্রকাশ করেছে যে পোকো এম৬ ৫জি-এর কোডনেম ‘এয়ার _পি’ (air_p)। স্ক্রিনশটটি থেকে এও জানা গেছে যে, ফোনটি 23128PC33I (শেষের ‘I’ অক্ষরটি ভারতীয় ভ্যারিয়েন্টকে বোঝায়) মডেল নম্বর বহন করে। অর্থাৎ এটি রেডমি ১৩সি ৫জি-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড মডেল ছাড়াও পোকো এম৬ সিরিজে আরেকটি হ্যান্ডসেট থাকবে, এটি হল পোকো এম৬ প্রো ৫জি। তবে, পূর্বসূরি পোকো এম৫ সিরিজে শুধুমাত্র একটি হ্যান্ডসেট অন্তর্ভুক্ত রয়েছে, এটি হল পোকো এম৫, যা ৫জি ছিল না। অর্থাৎ, পোকো এম৬ ৫জি গত বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়া পোকো এম৪ ৫জি-এর উত্তরসূরি হিসেবে আসবে।
উল্লেখ্য, Poco M6 5G ছাড়াও, ব্র্যান্ডটি Poco M6 সিরিজের অধীনে Poco M6 Pro (৪জি ভ্যারিয়েন্ট) লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। Poco M6 Pro ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সার্টিফিকেশন লাভ করেছে এবং এটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসবে বলে শোনা যাচ্ছে। যদিও কোম্পানি এখনও Poco M6 5G এবং Poco M6 Pro 4G-এর অস্তিত্ব নিশ্চিত করেনি, তবে শীঘ্রই কোম্পানির তরফে এই হ্যান্ডসেটগুলির বিষয়ে জানানো হবে বলে আশা করা যায়।