Poco M6: পোকো একদম সস্তায় 108MP ক্যামেরার ফোন লঞ্চ করল, দাম জেনে নিন
Poco M6 স্মার্টফোনটি নিঃশব্দে ব্র্যান্ডের গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যা এর সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচারগুলি...Poco M6 স্মার্টফোনটি নিঃশব্দে ব্র্যান্ডের গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যা এর সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচারগুলি প্রকাশ করেছে। এছাড়াও, ব্র্যান্ডটি সম্প্রতি Poco M6 ফোনের দুটি ভ্যারিয়েন্টের দাম নিশ্চিত করতে একটি এক্স (আগে টুইটার নামে পরিচিত) পোস্ট প্রকাশ করেছে। Poco M6 হ্যান্ডসেটে আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G91 Ultra প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০৩০ এমএএইচ ব্যাটারি মিলবে। আসুন এই নবাগত হ্যান্ডসেটটির সকল স্পেসিফিকেশন এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Poco M6: স্পেসিফিকেশন এবং ফিচার
পোকো এম৬ ফোনে ৬.৭৯ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ২০.৫:৯ রেশিও, ৪৫০ নিট পিক ব্রাইটনেস এবং ডিসি ডিমিং অফার করে। পোকো এম৬ হ্যান্ডসেটে গ্লাস ব্যাক প্যানেলের জন্য একটি প্রিমিয়াম লুক রয়েছে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে ডিসপ্লে পাঞ্চ-হোলে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে।
পারফরম্যান্সের জন্য, পোকো এম৬ মিডিয়াটেক হেলিও জি৯১ আল্ট্রা চিপসেট সহ এসেছে, যা ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজের সাথে যুক্ত। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য, ডিভাইসটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ কাস্টম স্কিনে রান করে, যার ওপর হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনের একটি স্তর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০৩০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।
নিরাপত্তার জন্য,।Poco M6 ফোনটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। ডিভাইসটি ডুয়েল সিম, ৪জি ভিওএলটিই,ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি ইউএসবি-সি পোর্টের মতো বৈশিষ্ট্যগুলি অফার করে৷ পরিশেষে, ডিভাইসটির পরিমাপ ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ মিলিমিটার এবং ওজন ২০৫ গ্রাম। এই ডিভাইসটি আসলে Redmi 13 4G ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা সম্প্রতি বাজারে আত্মপ্রকাশ করেছে।
Poco M6: দাম এবং লভ্যতা
Poco M6 দুটি বিকল্পে এসেছে: ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে ১২৯ ডলার (প্রায় ১০,৭৭৫ টাকা) এবং ১৪৯ ডলার (প্রায় ১২,৪৪৫ টাকা)। এটি তিনটি শেডে মিলবে - ব্ল্যাক, সিলভার এবং পার্পল। Poco M6 ভারতীয় বাজারে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।