120Hz ডিসপ্লের সবচেয়ে সস্তা Poco 5G ফোন এটাই, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

অনেকে স্মার্টফোন কেনার সময় ব্যাটারি ক্যাপাসিটি দেখে নেন। কারো ইচ্ছা থাকে দুর্দান্ত ক্যামেরা বা শক্তিশালী প্রসেসরের ফোন কেনার। আবার কারো কারো চাহিদা থাকে ভালো ডিসপ্লের…

Poco M6 Plus 5G Cheapest 120Hz Display Smartphone In India

অনেকে স্মার্টফোন কেনার সময় ব্যাটারি ক্যাপাসিটি দেখে নেন। কারো ইচ্ছা থাকে দুর্দান্ত ক্যামেরা বা শক্তিশালী প্রসেসরের ফোন কেনার। আবার কারো কারো চাহিদা থাকে ভালো ডিসপ্লের স্মার্টফোন কেনার। সেক্ষেত্রে আপনি যদি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের দুর্দান্ত ডিসপ্লের একটি ফোন কিনতে চান তাহলে বেছে নিতে পারেন POCO M6 Plus। ভালো ডিসপ্লে ছাড়াও এই ডিভাইসে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ অ্যাক্সিলারেটেড এডিশন প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০৩০ এমএএইচ ব্যাটারি।

POCO M6 Plus এর বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম

এই মুহূর্তে POCO M6 Plus এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ক্রেতারা ফ্লিপকার্ট, পোকো ইন্ডিয়া ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে ফোনটি এই দামে কিনতে পারবেন।

তবে লঞ্চের সময় এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৩,৪৯৯ টাকা ও ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৪৯৯ টাকা। এই ডিভাইসটি তিনটি কালারে এসেছে – গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার।

ফ্লিপকার্ট POCO M6 Plus ফোনের সাথে দিচ্ছে ব্যাঙ্ক অফার দিচ্ছে

  • ফ্লিপকার্ট থেকে পোকো এম৬ প্লাস কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফুল পেমেন্ট করলে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে, যার ফলে বেস ভ্যারিয়েন্ট কেনা যাবে ১০,৯৯৯ টাকায়।
  • আর এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই ট্র্যানজ্যাকশন করলে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে, যার পর ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১০,৪৯৯ টাকায় কেনা যাবে।
  • আবার ফ্লিপকার্ট পে লেটার ইএমআই ট্র্যানজ্যাকশনে ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
  • এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে।
WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন