Poco M6 Pro 5G ফোনে থাকবে Redmi Note 12R-এর সমস্ত ফিচার? ভারতে লঞ্চের আগে তুঙ্গে জল্পনা

খুব শীঘ্রই ভারতের বাজারে Poco M6 Pro 5G নামের একটি নয়া স্মার্টফোন পা রাখতে পারে। আসলে Poco India -এর কান্ট্রি হেড...
SUPARNA 20 July 2023 1:01 PM IST

খুব শীঘ্রই ভারতের বাজারে Poco M6 Pro 5G নামের একটি নয়া স্মার্টফোন পা রাখতে পারে। আসলে Poco India -এর কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডনের (Himanshu Tandon) একটি সাম্প্রতিক টুইট থেকে জানা যায় যে, ব্র্যান্ডটি খুব তাড়াতাড়ি ‘6’ নম্বর সিরিজের অধীনে ফোন লঞ্চ করার জন্য কাজ শুরু করবে। এক্ষেত্রে Poco M6 Pro 5G স্মার্টফোনটি ইতিমধ্যেই ভারতের 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' বা BIS থেকে ছাড়পত্র পেয়েছে। সেহেতু আমাদের অনুমান এই মডেলটি '6' সিরিজের প্রথম হ্যান্ডসেট হিসাবে এদেশে আত্মপ্রকাশ করতে পারে।

জানিয়ে রাখি, হালফিলে BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে 23076PC4BI মডেল নম্বর সহ একটি নতুন Poco ব্র্যান্ডের ডিভাইসকে তালিকাভুক্ত হতে দেখা যায়। যারপর বেশ রিপোর্টে দাবি করা হয় যে, ভারতের আসন্ন এই ফোনটির নাম Poco M6 Pro 5G রাখা হবে। যদিও গ্লোবাল মার্কেটে এই হ্যান্ডসেট ভিন্ন নামে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, BIS সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে 23076RN4BI মডেল নম্বরের সাথে আরেকটি স্মার্টফোনকেও স্পট করা গেছে। এই ডিভাইসটির নাম Redmi 12 5G রাখা হবে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, আলোচ্য Poco M6 Pro 5G / Redmi 12 5G মডেলকে গত মাসে চীনে লঞ্চ হওয়া Redmi Note 12R স্মার্টফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে নিয়ে আসা হবে। যদিও Poco ব্র্যান্ডিংয়ের ডিভাইসটি সম্ভবত Redmi 12 5G -এর তুলনায় ভিন্ন রিয়ার প্যানেল ডিজাইন অফার করবে। তবে ফিচারের দিক থেকে সদৃশ্যতা থাকতে পারে।

Redmi Note 12R এর স্পেসিফিকেশন

চিনে আত্মপ্রকাশ করা রেডমি নোট ১২আর স্মার্টফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৬০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে। সর্বোপরি এটি বিশ্বের সেই ফোন যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট দ্বারা চালিত৷

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Redmi Note 12R স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story