রেডমি-রিয়েলমিকে চাপে ফেলবে Poco-র সবচেয়ে সস্তা 5G ফোন, ডিজাইন-ফিচার্স কেমন

Poco M6 Pro 5G স্মার্টফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। শাওমি (Xiaomi)-এর সাব ব্র্যান্ডটি আগামীকালই (৫ আগস্ট) এই...
Ananya Sarkar 4 Aug 2023 3:59 PM IST

Poco M6 Pro 5G স্মার্টফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। শাওমি (Xiaomi)-এর সাব ব্র্যান্ডটি আগামীকালই (৫ আগস্ট) এই হ্যান্ডসেটটি ভারতের বাজারে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। তবে লঞ্চের মাত্র একদিন আগে এখন একটি হ্যান্ডস-অন ভিডিওতে M6 Pro 5G-কে দেখা গেছে। ভিডিওটি ফোনের রিয়ার প্যানেলের ডিজাইন এবং কালার অপশনগুলি প্রদর্শন করেছে, যা এর আগে ফাঁস হওয়া ডিভাইসটির ডিজাইন সংক্রান্ত তথ্যগুলিকে সমর্থন করে। লঞ্চের আগে Poco M6 Pro 5G সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, চলুন জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল Poco M6 Pro 5G-এর ব্যাক প্যানেলের ডিজাইন

প্রাইসবাবা-এর একটি রিপোর্টে পোকো এম৬ প্রো ৫জি-এর হ্যান্ডস-অন ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি একটি মোবাইলের দোকানে শ্যুট করা হয়েছে বলে মনে হচ্ছে, যা ফোনটির ডামি ইউনিট দেখিয়েছে৷ এক মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে ফোনের ডিজাইনটি স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। এতে প্রথম যে জিনিসটির ওপর চোখ যাবে, সেটি হল পোকো এম৬ প্রো ৫জি-এর আকষর্ণীয় রিফ্লেক্টিভ ব্যাক প্যানেল। এটি অবশ্যই আসন্ন স্মার্টফোনে একটি প্রিমিয়াম লুক এবং অনুভূতি যোগ করবে। ব্যাক প্যানেলের ওপরের দিকে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ক্যামেরা মডিউলে পোকো ব্র্যান্ডিংটি রয়েছে, যা এর আগেই কোম্পানির একাধিক ফোনে দেখা গেছে।

এছাড়া, হ্যান্ডস-অন ভিডিওটি থেকে জানা গেছে যে পোকো এম৬ প্রো ৫জি ব্ল্যাক এবং স্কাই ব্লু কালার অপশনগুলির সাথে আসবে। ডামি ইউনিটের সামনের দিকে কিছু স্পেসিফিকেশন এবং ফিচার লেখা আছে। কিন্তু, ভিডিওটি যেভাবে শ্যুট করা হয়েছে তার কারণে সেগুলি স্পষ্টভাবে পড়া যাচ্ছে না। তবে, রিপোর্টে বলা হয়েছে যে এম৬ প্রো ৫জি-তে ৯০ হার্টজে রিফ্রেশ রেট সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। ফোনটির প্রান্তের চারপাশে সরু বেজেল এবং কিছুটা স্লিম চিন থাকবে বলে জানা গেছে।

Poco M6 Pro 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, Poco M6 Pro ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাথে আসবে। হ্যান্ডসেটটি আনটুটু (AnTuTu)-এর বেঞ্চমার্ক পরীক্ষায় ৪,৩৭,০০০-এর বেশি পয়েন্ট স্কোর করেছে বলেও কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এটি সেই একই চিপসেট, যা সদ্য লঞ্চ হওয়া Redmi 12 5G-এ ব্যবহৃত হয়েছে। জল্পনা রয়েছে যে, পোকোর এই আসন্ন ফোনটি Redmi 12 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

তাই, স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৯ ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সমন্বিত একাধিক ভ্যারিয়েন্টে বাজারে পা রাখতে পারে। Poco M6 Pro-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। M6 Pro 5G-এর ব্যাটারির ক্ষমতা সম্ভবত ৫,০০০ এমএএইচ হবে এবং এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আগামীকাল লঞ্চ ইভেন্টে Poco M6 Pro 5G-এর দাম সহ যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।

Show Full Article
Next Story