Poco M6 Pro 5G: লাকি সংখ্যাকে গুড বাই, দেশবাসীর জন্য নতুন চমক আনছে পোকো
শাওমি (Xiaomi)-অধীনস্থ জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco) চলতি বছরে ভারতের বাজারে ঘন ঘন নতুন স্মার্টফোন...শাওমি (Xiaomi)-অধীনস্থ জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco) চলতি বছরে ভারতের বাজারে ঘন ঘন নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। ব্র্যান্ডটি এবছরের প্রথমার্ধের মধ্যেই Poco C50, Poco C51, Poco C55, Poco X5, Poco X5 Pro এবং Poco F5 লঞ্চ করেছে। আর এখন, পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু ট্যান্ডন ঘোষণা করেছেন যে, কোম্পানি বর্তমান '5' সংখ্যার সিরিজের জন্য ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে এবং এই ফোনগুলি ভারতীয় বাজারে পোকোকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছে। এবার কোম্পানি '6' সংখ্যার সাথে তাদের নতুন স্মার্টফোনের সফর শুরু করার প্রস্তুতি শুরু করেছে। এমনকি, হিমাংশু ট্যান্ডনও 6 সিরিজের প্রথম স্মার্টফোনের লঞ্চের বিষয়ে তার সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন।
Poco M6 Pro শীঘ্রই আসতে পারে ভারতীয় বাজারে
পোকো ইন্ডিয়ার কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডন তাঁর টুইটে সিক্সথ জেনারেশন পোকো ফোনকে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন। 'কামিং সুন' লিখলেও সুচতুরভাবে একবারের জন্যও আপকামিং ফোনটির লঞ্চের তারিখ উল্লেখ করেননি। যদিও, 23076PC4BI মডেল নম্বর সহ একটি নতুন পোকো ফোনকে সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে, যা পোকো এম৬ প্রো ৫জি হিসাবে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। নির্ভরযোগ্য টিপস্টার ক্যাসপার ক্রেজিপেক দাবি করেছে যে, এম৬ প্রো মডেলটি শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। তাই অনুমান করা হচ্ছে, হিমাংশু ট্যান্ডন সম্ভবত এই ফোনটির কথাই বলেছেন।
এছাড়া, ক্যাসপার ক্রেজিপেক দাবি করেছিলেন যে, M6 Pro 5G গত মাসে চীনে লঞ্চ হওয়া Redmi Note 12R এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে লঞ্চ হবে। যা Qualcom Snapdragon 4 Gen 2 প্রসেসর চালিত প্রথম ফোন। আসুন তাহলে Redmi Note 12R এর অন্যান্য স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Redmi Note 12R: স্পেসিফিকেশন এবং ফিচার
Redmi Note 12R-এ কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ক্যামেরা কাট আউট সহ ৬.৭৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি ফুলএইচডি+ (২,৪৬০ x ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৫৫০ নিট পিক ব্রাইটনেস, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন অফার করে। ডিভাইসটি অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। Note 12R-এ ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যায়। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Redmi Note 12R-এ এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। আর ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12R-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটি অডিওর জন্য ৩.৫ মিলিমিটারের হেডফোন পোর্ট ও হাই-রেস অডিও সাপোর্ট এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।
চীনের বাজারে Redmi Note 12R-এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯৯ রেনমিনবি (প্রায় ১২,৫০০ টাকা)। এছাড়াও, স্মার্টফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে ১,১৯৯ রেনমিনবি (প্রায় ১৩,৭০০ টাকা) এবং ১,৭৯৯ রেনমিনবি (প্রায় ২০,৫০০ টাকা)। Note 12R মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু, স্কাই ইলিউশন - এই তিনটি কালার অপশনে উপলব্ধ।