Poco M6 Pro 5G ফোনে অবিশ্বাস্য অফার, 6 জিবি ও 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে এক দামে
গত আগস্ট মাসে Poco তাদের জনপ্রিয় M-সিরিজের অধীনে ভারতে একটি নতুন বাজেট-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করে, যার নাম Poco M6 Pro...গত আগস্ট মাসে Poco তাদের জনপ্রিয় M-সিরিজের অধীনে ভারতে একটি নতুন বাজেট-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করে, যার নাম Poco M6 Pro 5G। লঞ্চের সময়ে ডিভাইসটি মোট দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে উপলব্ধ ছিল, যথা - ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। আবার সেপ্টেম্বর মাসে সংস্থাটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও লঞ্চ করে। এখন Poco India, এই একই হ্যান্ডসেটের জন্য নতুন ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প নিয়ে এসেছে। সর্বোপরি লঞ্চ অফারের অংশ হিসাবে Poco M6 Pro 5G ফোনের নতুন এই স্টোরেজ অপশনটি তুলনায় সস্তায় কেনা যাচ্ছে।
Poco M6 Pro 5G স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও লভ্যতা
এদেশে পোকো এম৬ প্রো ৫জি স্মার্টফোনের নতুন ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে প্রযোজ্য লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে এই হ্যান্ডসেটটি আরো সাশ্রয়ী মূল্যে কিনে নিতে পারবেন আপনারা। HDFC এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে মিলবে পুরো ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। যারপর এর দাম কমে হয়ে যাবে মাত্র ১২,৯৯৯ টাকা।
আগ্রহীদের জানিয়ে রাখি, আলোচ্য স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি ইতিমধ্যেই অর্থাৎ আজ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হয়ে গেছে। এটি – ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
প্রসঙ্গত, পোকো এম৬ প্রো ৫জি স্মার্টফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। আবার উচ্চতর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকা।
Poco M6 Pro 5G এর স্পেসিফিকেশন
পোকো এম৫ প্রো ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৬০×১,০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে – ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সহ এসেছে। এই মুহূর্তে আলোচ্য হ্যান্ডসেটটি ৪/৬/৮ র্যাম এবং ৬৪/১২৮/২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে। এই ফোন অতিরিক্তভাবে আরো ৬ জিবি পর্যন্ত টার্বো র্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
ছবি তোলার জন্য Poco M6 Pro 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে - ডুয়াল সিম কার্ড স্লট, ৫জি, ৪জি, ব্লুটুথ ভি৫.২, ওয়াই-ফাই ৫ এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক সামিল আছে। পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।