বাজেট ফোন প্রেমীদের মন জয় করতে আসছে Poco M6 Pro 5G, দাম, ছবি সহ ফাঁস হল ফিচার্স
পোকো (Poco) আনুষ্ঠানিকভাবে তাদের লেটেস্ট M6 Pro 5G স্মার্টফোনটি ভারতে আগামী ৫ অগাস্ট লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে।...পোকো (Poco) আনুষ্ঠানিকভাবে তাদের লেটেস্ট M6 Pro 5G স্মার্টফোনটি ভারতে আগামী ৫ অগাস্ট লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে। স্মার্টফোনটি ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধ হবে এবং এর জন্য ই-কমার্স প্ল্যাটফর্মে মাইক্রোসাইটটিও ইতিমধ্যেই লাইভ রয়েছে। যদিও পোকো আসন্ন ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করেনি, তবে এখন একটি অনলাইন রিপোর্টের মাধ্যমে Poco M6 Pro 5G-এর অফিসিয়াল রেন্ডার, মূল্য, স্টোরেজ বিকল্প এবং স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
ফাঁস হল Poco M6 Pro 5G-এর অফিসিয়াল রেন্ডার
প্রাইসবাবা-এর রিপোর্টে শেয়ার করা পোকো এম৬ প্রো ৫জি-এর রেন্ডারগুলি থেকে জানা গেছে যে, এই ফোনটিতে স্লিম বেজেল সহ কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। আর ফোনের পিছনে পৃথকভাবে স্থাপন করা ডুয়েল ক্যামেরা ইউনিট অবস্থান করবে, যার সাথে একটি ফ্ল্যাশলাইট এবং আইকনিক পোকো ব্র্যান্ডিং দেখা যাবে। আবার, পোকো এম৬ প্রো ৫জি-এর ওপরে থাকবে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং আইআর ব্লাস্টার। আর নীচের প্রান্তে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং মাইক্রোফোন সহ একটি সিঙ্গেল স্পিকার গ্রিল থাকবে। ডিভাইসের ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেখা যাবে, আর বাম পাশে সিম ট্রে-টি অন্তর্ভুক্ত করা হবে।
Poco M6 Pro 5G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন
Poco M6 Pro 5G-এ ৬.৭৯ ইঞ্চির আইপিএস এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে, যা ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এটি ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। ক্যামেরার ক্ষেত্রে, স্মার্টফোনটিতে ফ্ল্যাশলাইট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর, ডিসপ্লের ওপরে ৮ মেগাপিক্সেলের বা ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco M6 Pro 5G-তে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।
ভারতে Poco M6 Pro 5G-এর মূল্য এবং লভ্যতা
রিপোর্ট অনুযায়ী, Poco M6 Pro 5G-এর বেস ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হবে ১৪,৯৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ এর স্টোরেজ মিড ভ্যারিয়েন্টটি দাম ১৫,৮৯৯ টাকায় পাওয়া যাবে। সর্বোপরি টপ-অফ-দ্য-লাইন ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ১৬,৯৯৯ টাকা হতে পারে। Poco M6 Pro 5G লাইট ব্লু এবং ব্ল্যাক - এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে।