Poco M7 Pro 5G: সস্তায় আসছে পোকোর নতুন 5G ফোন, লঞ্চের আগেই ফাঁস হল ছবি
পোকো সস্তায় একটি নতুন ফাইভ-জি ফোন নিয়ে হাজির হতে চলেছে, যার নাম Poco M7 Pro 5G। আমেরিকার FCC সাইটে ফোনটি এখন দেখা...পোকো সস্তায় একটি নতুন ফাইভ-জি ফোন নিয়ে হাজির হতে চলেছে, যার নাম Poco M7 Pro 5G। আমেরিকার FCC সাইটে ফোনটি এখন দেখা গিয়েছে, যার অর্থ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। সার্টিফিকেশন সাইট থেকে ডিভাইসটির মডেল নম্বর ও নাম যেমন নিশ্চিত করা গিয়েছে, তেমনই ফ্রন্ট ও ব্যাক সাইডের লাইভ ছবি সামনে এসেছে। এটি গত বছর আগস্টে লঞ্চ হওয়া Poco M6 Pro 5G-এর উত্তরসূরী হিসাবে ভারতে আসবে।
FCC ডকুমেন্ট অনুযায়ী, Poco M7 Pro 5G-এর মডেল নম্বর 2409FPCC4G। এতে Xiaomi HyperOS 1.0 ও NFC সাপোর্ট থাকবে বলে কনফার্ম করা গিয়েছে। ফোনটিতে 128 জিবি স্টোরেজ মিলবে, যা বেস মডেলের বলে অনুমান করা যায়। লিস্টিং থেকে ফোনের সামনের ও পিছনের দিকের ছবি সামনে এসেছে।
Poco M6 Pro 5G-এর তুলনায় Poco M7 Pro 5G-এর ডিজাইন আলাদা। রিয়ার প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে একজোড়া সেন্সর বর্তমান। ডুয়াল টোন ফিনিশের সঙ্গে মার্বেলের মতো ডিজাইন লুকসে আলাদা মাত্রা যোগ করেছে। FCC থেকে Poco M7 Pro 5G সম্পর্কে আরও একটি অবাক করার মতো বিষয় সামনে এসেছে। এটি Redmi Note 14 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হবে।
আরও পড়ুন : দেশীয় ব্র্যান্ড Cellecor সবার জন্য আনছে নতুন 5G স্মার্টফোন সহ ল্যাপটপ সিরিজ
ক্যামেরা ডিপার্টমেন্ট বাদ দিলে দু'টো ডিভাইস সম্পূর্ণ এক হবে। রেডমির ফোনটিতে ট্রিপল ক্যামেরা থাকবে। এছাড়াও, শোনা যাচ্ছে যে 1.5K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ও Dimensity 6100+ প্রসেসর থাকতে পারে এই ফোনে। অর্থাৎ রিব্র্যান্ডেড ভার্সন হলে Poco M7 Pro 5G একই স্পেসিফিকেশন অফার করবে।।