POCO M7 Pro 5G Sale: পোকোর সস্তা ফাইভজি ফোনের সেল আজ, দুর্দান্ত ফিচার সহ পাবেন সেরা ফটোগ্রাফি
পোকো M7 প্রো 5G ফোনে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
পোকো সম্প্রতি তাদের সস্তা 5G ফোন POCO M7 Pro 5G ভারতে লঞ্চ করেছে। আপনি যদি 15 হাজার টাকার কমে স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে এটি কিনতে পারেন। আজ অর্থাৎ 20 ডিসেম্বর ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর 12 টায় POCO M7 Pro 5G এর সেল শুরু হবে। ফিচারের কথা বললে এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 চিপসেট, 16 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল সহ), 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সহ বড় ব্যাটারি আছে।
পোকো M7 প্রো 5G এর দাম ও সেল অফার
পোকো M7 প্রো 5G ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। এটি ল্যাভেন্ডার ফ্রস্ট, লুনার ডাস্ট এবং অলিভ টোয়াইলাইট কালার অপশনে পাওয়া যাবে।
সেল অফার হিসেবে, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করে পোকোর এই ফোন কিনলে 1000 টাকা ছাড় পাওয়া যাবে।
পোকো M7 প্রো 5G এর বিশেষ বিশেষ ফিচার
অ্যামোলেড ডিসপ্লে ও বেশি র্যাম
পোকো M7 প্রো 5G ফোনে 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, 2100 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেল এবং কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ এসেছে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেট, 8 জিবি পর্যন্ত ফিজিক্যাল র্যাম + 8 জিবি ভার্চুয়াল র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ উপস্থিত।
এআই ফিচার
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলবে। কোম্পানি এই হ্যান্ডসেটে 2 বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেবে। এতে এআই ইরেজ, এআই ম্যাজিক স্কাই এবং এআই অ্যালবামের মতো ফিচার পাওয়া যাবে।
ডলবি অ্যাটমস সাউন্ড, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
ফটোগ্রাফির জন্য, ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 50-মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও 2-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাউন্ডের জন্য এই ফোনে রয়েছে ডলবি অ্যাটমসের স্টেরিও স্পিকার।
ফাস্ট চার্জিং সঙ্গে শক্তিশালী ব্যাটারি
পোকো M7 প্রো 5G ফোনে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি IP64 ওয়াটার ও ডাস্ট রেটিং সহ এসেছে।
পোকো M7 প্রো 5G ফোনে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।