সনি ক্যামেরা সহ আসছে POCO M7 Pro 5G ও POCO C75 5G, দাম থাকবে 10-15 হাজার টাকার মধ্যে

পোকো M7 প্রো 5G ভারতে 15000 টাকার কমে লঞ্চ হবে বলে জনপ্রিয় এক টিপস্টার জানিয়েছেন। আবার পোকো C75 5G এর ভারতে দাম শুরু হবে 9,999 টাকা থেকে।

Julai Mondal 9 Dec 2024 11:24 PM IST

পোকো এই মাসে একটি নয়, দুটি সস্তা ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। উভয় স্মার্টফোনই 17 ডিসেম্বর ভারতে পা রাখতে চলেছে। এই দুই ডিভাইসের নাম POCO M7 Pro 5G এবং POCO C75 5G। লঞ্চের আগে আজ এদের বিশেষ বিশেষ স্পেসিফিকেশন প্রকাশ করেছে সংস্থা। পাশাপাশি POCO M7 Pro 5G এবং POCO C75 5G এর দামও ফাঁস হয়েছে। উল্লেখ্য, লঞ্চের পর স্মার্টফোন দুটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এই শপিং সাইটের মাইক্রোসাইট থেকেও ফিচারগুলি সামনে আনা হচ্ছে।

POCO M7 Pro 5G এবং POCO C75 5G এর ভারতে দাম (ফাঁস)

পোকো M7 প্রো 5G ভারতে 15000 টাকার কমে লঞ্চ হবে বলে জনপ্রিয় এক টিপস্টার জানিয়েছেন। আবার পোকো C75 5G এর ভারতে দাম শুরু হবে 9,999 টাকা থেকে। অর্থাৎ যারা 10-15 হাজার টাকার কমে 5G ফোন খোঁজ করছেন, তাদের জন্য এগুলি অন্যতম সেরা বিকল্প হবে।

পোকো M7 প্রো 5G এবং পোকো C75 5G বিশেষ ফিচার ও স্পেসিফিকেশন

ফ্লিপকার্ট থেকে জানা গেছে যে পোকো M7 প্রো 5G ফোনের সামনে 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও 2100 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের থাকবে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাওয়া যাবে 50-মেগাপিক্সেল সনি LYT-600 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, মাল্টি-ফ্রেম নয়েজ রিডাকশন এবং ফোর-ইন-ওয়ান পিক্সেল বিনিংয়ের মতো ফিচার সাপোর্ট করবে। ইন-সেন্সর জুম ও সুপার রেজোলিউশন প্রযুক্তিও থাকবে এতে।

এছাড়া এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার, কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন, ডলবি অ্যাটমস সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অন্যদিকে পোকো C75 5G ফোনে 4nm আর্কিটেকচারে নির্মিত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ আসবে। আবার এতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক শাওমির হাইপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানি এই স্মার্টফোনের সাথে 2+4 বছরের আপডেট সরবরাহ করবে।

Show Full Article
Next Story