পোকোর নতুন সস্তা ফোন নিয়ে উত্তেজনা ক্রেতাদের মধ্যে, লঞ্চ হবে শীঘ্রই

Poco M7 Pro 5G ফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে এখন এটিকে একটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা এর গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দেয়।

Ananya Sarkar 22 Oct 2024 10:50 AM IST

পোকো বর্তমানে তাদের এম সিরিজের একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের ওপর কাজ করছে। আসন্ন এই ডিভাইসটির নাম হল Poco M7 Pro 5G। লঞ্চের আগে ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। একাধিক সূত্র মারফৎ ডিভাইসটির সর্ম্পকে বিভিন্ন তথ্যও সামনে এসেছে। আর এখন এটিকে ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই সার্টিফিকেশনটি ফোনটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। পোকো এম৭ প্রো ৫জি হ্যান্ডসেটের সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

পোকো এম৭ প্রো ৫জি ফোনকে দেখা গেল এসডিপিপিআই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

চীনা স্মার্টফোন নির্মাতার পোকো এম৭ প্রো ৫জি মডেলটি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এটি ২৪০৯এফপিসিসি৪জি মডেল নম্বর বহন করে। এখানে "জি" সম্ভবত গ্লোবাল ভ্যারিয়েন্টকে নির্দেশ করছে। নাম অনুসারে, এটি পোকো এম৬ প্রো ৫জি ফোনের উত্তরসূরি হবে, যা গত বছর লঞ্চ হয়েছিল। পোকো এম৭ প্রো ৫জি হ্যান্ডসেটটিকে সম্প্রতি একাধিক সার্টিফিকেশনে দেখা গেছে এবং এসডিপিপিআই এর সাম্প্রতিক লিস্টিংটি আসন্ন গ্লোবাল রিলিজের ইঙ্গিত দেয়। তবে, ইন্দোনেশিয়ান সার্টিফিকেশন ফোনটির স্পেসিফিকেশন বা ফিচারের মতো কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি। যদিও, এটি এর পোকো এম৭ প্রো ৫জি নামটি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, এই বছর সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষের মাধ্যমে পোকো এম৭ প্রো ৫জি হ্যান্ডসেটের ডিজাইন এবং কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছিল। জানা গেছে, সবুজ মার্বেলের মতো ফিনিশ সহ ডুয়েল টোন রিয়ার প্যানেলের সঙ্গে স্মার্টফোনটি আত্মপ্রকাশ করবে। আসন্ন বাজেট রেঞ্জের ফোনটির রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার মডিউলে রাখা ডুয়েল ক্যামেরা সেটআপও থাকবে। এই তালিকাটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ, ওয়াইফাই এবং ৫জি এনআর ব্যান্ডের মতো মৌলিক সংযোগ বিকল্পগুলির জন্য সমর্থন নিশ্চিত করেছে।

সম্ভবত, পোকো এম৭ প্রো ৫জি স্মার্টফোনটি রেডমি নোট ১৪ ৫জি ফোনের কাটডাউন ভ্যারিয়েন্ট হবে। তাই এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকতে পারে, আর সামনে ১.৫কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যেতে পারে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এই ডিভাইসটি কোম্পানির অ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলবে এবং কমপক্ষে ১২৮ জিবি বেস ইন্টারনাল স্টোরেজ অফার করবে। তবে পোকো এখনও পোকো এম৭ প্রো ৫জি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষনা করেনি।

Show Full Article
Next Story