অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হল Poco X3 Pro, প্রথম সেলে ১০০০ টাকা ছাড়

Poco X3 Pro আজ গ্লোবাল মার্কেটের পর ভারতে লঞ্চ হল। এদেশে স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরের প্রথম ফোন হিসাবে এটি বাজারে পা...
ANKITA 30 March 2021 1:18 PM IST

Poco X3 Pro আজ গ্লোবাল মার্কেটের পর ভারতে লঞ্চ হল। এদেশে স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরের প্রথম ফোন হিসাবে এটি বাজারে পা রেখেছে। এছাড়াও পোকো এক্স ৩ প্রো ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, UFS 3.1 স্টোরেজ (UFS 2.1 স্টোরেজের থেকে ১৯৮ গুন দ্রুতগতির), ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। ভারতে Flipkart থেকে ফোনটি পাওয়া যাবে। আসুন Poco X3 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

Poco X3 Pro এর দাম ও সেলের তারিখ

ভারতে পোকো এক্স ৩ প্রো এর দাম শুরু হয়েছে ১৮,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। ফোনটি গোল্ডেন ব্রোঞ্জ, গ্রাফাইট ব্ল্যাক ও স্টিল ব্লু কালারে পাওয়া যাবে। আগামী ৬ মার্চ দুপুর ১২ টা থেকে ফোনটির সেল শুরু হবে।

ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা Poco X3 Pro এর ওপর ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবে।

https://twitter.com/IndiaPOCO/status/1376795354885025796

Poco X3 Pro এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের পোকো এক্স ৩ প্রো ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস ৬ প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে এড্রেনো ৬৪০ জিপিইউ। ফোনটি ৮ জিবি LPDDR4X র‌্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Poco X3 Pro ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর (এফ/১.৭৯ অ্যাপারচার)। অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরায় আছে ডুয়াল ভিডিও, ভিডিও ক্লোনস, নাইট মোডের সাথে আল্ট্রা-ওয়াইড এবং নাইট মোডের সেলফি ফিচার।

এই ফোনটি ৫,১৬০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি ফোনটি ৫৯ মিনিটে ফুল চার্জ হবে। এছাড়াও এই ব্যাটারি ১১ ঘন্টা গেমিং, ১৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক, ১১৭ ঘন্টা মিউজিক অফার করবে। পোকো এক্স ৩ প্রো অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইআউই (MIUI) ১২ কাস্টম স্কিনে চলবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে LiquidCool টেকনোলজি ১.০ ব্যবহার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it