Poco X4 GT দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী Dimensity 8100 প্রসেসরের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
শাওমির সাব ব্র্যান্ড পোকো গ্লোবাল মার্কেটে Poco F4 5G-এর পাশাপাশি লঞ্চ করেছে Poco X4 GT হ্যান্ডসেটটি। এই স্মার্টফোনে ১৪৪...শাওমির সাব ব্র্যান্ড পোকো গ্লোবাল মার্কেটে Poco F4 5G-এর পাশাপাশি লঞ্চ করেছে Poco X4 GT হ্যান্ডসেটটি। এই স্মার্টফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং MediaTek Dimensity 8100 প্রসেসর রয়েছে। এটি তাপ নিয়ন্ত্রণের জন্য ভেপার কুলিং (ভিসি) চেম্বার সহ এসেছে। এছাড়াও, Poco X4 GT-তে ৬৪ মেগাপিক্সেলের ISOCELL GW1 প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ ৫,০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন ফোনটির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
পোকো এক্স৪ জিটি-এর মূল্য ও লভ্যতা (Poco X4 GT Price and Availability)
ইউরোপের মার্কেটে পোকো এক্স৪ জিটি-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৩৭৯ ইউরো (প্রায় ৩১,২০০ টাকা)। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪২৭ ইউরো (প্রায় ৩৫,৩০০ টাকা)। এই মডেলগুলি ইউরোপে আজ ২৭ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত আর্লি বার্ড অফারের অধীনে ২৯৯ ইউরো (প্রায় ২৪,৬০০ টাকা) এবং ৩৪৯ ইউরো (প্রায় ২৮,৭০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। পোকো এক্স৪ জিটি ব্ল্যাক, ব্লু এবং সিলভার- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।
পোকো এক্স৪ জিটি-এর স্পেসিফিকেশন (Poco X4 GT Specifications)
ডুয়েল-সিমের পোকো এক্স৪ জিটি-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১০৮০x২৪৬০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি ডলবি ভিশন এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত, এতে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। গেমিং সেশনের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পোকো এক্স৪ জিটি-তে লিকুইডকুল ২.০ প্রযুক্তির সাপোর্ট মিলবে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Poco X4 GT-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে, যার মধ্যে এফ/১.৮৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/১.৭৫ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
এই পোকো ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই ৬, ৫জি, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, ৩.৫ মিলিমিটার জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। Poco X4 GT-এ ডলবি অ্যাটমসের সাথে ডুয়েল স্টেরিও স্পিকারও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে শক্তিশালী ৫,০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, নিরাপত্তার জন্য, Poco X4 GT-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্টও মিলবে। ফোনটির পরিমাপ ১৬৩.৬৪x৭৪.২৯x৮.৮৭ মিলিমিটার এবং ওজন ২০০ গ্রাম।