Poco X5 Pro লঞ্চ করে দেশে বিপুল সাড়া, এবার সাধ্যের মধ্যে আরেকটি দুর্দান্ত ফোন আনছে পোকো

গত ফেব্রুয়ারি মাসে পোকো বিশ্ব বাজারে এবং ভারতীয় মার্কেটে Poco X5 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে, Poco X5 5G এবং…

গত ফেব্রুয়ারি মাসে পোকো বিশ্ব বাজারে এবং ভারতীয় মার্কেটে Poco X5 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে, Poco X5 5G এবং Poco X5 Pro 5G। বিশ্ববাজারে উভয় মডেল পাওয়া গেলেও, কোম্পানি ভারতে শুধুমাত্র প্রো মডেলটি লঞ্চ করেছে। তবে বর্তমানে মনে করা হচ্ছে যে, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটিও এদেশে মুক্তি পাবে। পোকোর ভারতীয় শাখার কান্ট্রি হেড হিমাংশু ট্যান্ডনের একটি বক্তব্য থেকে এই জল্পনার সূচনা হয়েছে। আসুন তাহলে এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Poco X5 5G আসতে পারে ভারতীয় বাজারে

পোকোর এক অনুরাগী পোকো ইন্ডিয়ার কান্ট্রি হেড, হিমাংশু ট্যান্ডনকে জিজ্ঞাসা করেছিল, ভারতে পোকো এক্স৫ লঞ্চ করবে কিনা, এর উত্তরে তখন তিনি বলেন যে, এক্স৫ প্রো-এর সফল লঞ্চের পরে এক৫ লঞ্চ করার জন্য ফ্যানদের কাছ থেকে প্রচুর বার্তা তারা পেয়েছেন, তাই কোম্পানি এই বিষয়টি গুরুত্ব সহকারে মূল্যায়ন করছে।

এর পাশপাশি, শাওমিইউআই-এর একটি রিপোর্টের মাধ্যমে পোকো এক্স৫ ৫জি (V13.0.1.0.SMPINXM)-এর শেষ অভ্যন্তরীণ এমআইইউআই বিল্ডটি সামনে এসেছে৷ যা ইঙ্গিত করে যে, ডিভাইসটি ভারতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

Poco X5 5G স্পেসিফিকেশন

বিশ্ববাজারে উপলব্ধ পোকো এক্স৫ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি / ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco X5 5G-এর রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco X5 ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে রয়েছে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

উল্লেখ্য, যেমনটা দেখা যায়, উল্লেখিত স্পেসিফিকেশনগুলি প্রায় Redmi Note 12 5G-এর মতো, যেটি ইতিমধ্যেই ভারতে ১৭,৯৯৯ টাকায় উপলব্ধ৷ Note 12 5G এবং Poco X5 5G প্রধানত চিপসেট বিভাগে আলাদা কারণ রেডমি ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে Poco X5-এ স্ন্যাপড্রাগন ৬৯৫ রয়েছে।