Poco X5 5G ভারতে 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 256 জিবি মেমোরি সহ লঞ্চ হল, দাম কত
পোকো আজ ভারতে তাদের নতুন ফোন Poco X5 5G লঞ্চ করেছে। এর আগে সংস্থাটি Poco X5 Pro মডেলটি নিয়ে এসেছিল, যেখানে...পোকো আজ ভারতে তাদের নতুন ফোন Poco X5 5G লঞ্চ করেছে। এর আগে সংস্থাটি Poco X5 Pro মডেলটি নিয়ে এসেছিল, যেখানে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছিল। আর Poco X5 5G ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়া এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Poco X5 5G ফোনের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
পোকো এক্স৫ ৫জি এর দাম - Poco X5 5G Price in India
পোকো এক্স৫ ৫জি-র ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা।
তবে প্রথম সেলে ব্যাংক অফারসহ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ১৬,৯৯৯ টাকায় এবং ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। ২১ মার্চ ফ্লিপকার্ট থেকে সুপারনোভা গ্রিন, ওয়াইল্ডক্যাট ব্লু এবং জাগুয়ার ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে পোকো এক্স৫ ৫জি।
পোকো এক্স৫ ৫জি এর স্পেসিফিকেশন ও ফিচার - Poco X5 5G Specifications and Features
ডুয়েল সিমের পোকো এক্স৫ ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। আর পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে Poco X5 5G ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই, জিপিএস ও এনএফসি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ওজন ১৮৮ গ্রাম।