Poco X5 5G: পোকো আনছে ১২০ হার্টজ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের দুর্দান্ত ফোন

Poco X5 5G শীঘ্রই বাজারে আসছে। সম্প্রতি এই ফোনটিকে IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এখানে ফোনটিকে মডেল নম্বর সহ দেখা গেছে। পাশাপাশি Poco X5 5G…

Poco X5 5G শীঘ্রই বাজারে আসছে। সম্প্রতি এই ফোনটিকে IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এখানে ফোনটিকে মডেল নম্বর সহ দেখা গেছে। পাশাপাশি Poco X5 5G ফোনের প্রধান কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। আবার এই ফোনে থাকবে এলসিডি ডিসপ্লে।

Poco X5 5G কে দেখা গেল IMEI ডেটাবেসে

আইএমইআই ডেটাবেস থেকে জানা গেছে, পোকো এক্স৫ ৫জি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তবে এটি Redmi ব্র্যান্ডিং সহ চীনে আত্মপ্রকাশ করবে। গ্লোবাল মার্কেটে এই পোকো ফোনের মডেল নম্বর 22101320G। আর ভারত ও চীনে ফোনটি যথাক্রমে 22101320I ও 22101320C মডেল নম্বর সহ আসবে।

আবার পোকো এক্স৫ ৫জি ফোনের কোডনেম ‘redwood’। XiaomiUI এর রিপোর্টে বলা হয়েছে যে, ‘22101320’ মডেল নম্বর কে ডিকোড করলে হয়, ’22 = 2022, 10 = October, ও 13′ হল লঞ্চের তারিখ। যদিও কোম্পানির তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

স্পেসিফিকেশনের কথা বললে, Poco X5 5G ফোনে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দেবে বলে জানা গেছে।