3000 টাকা সস্তা হল 108 মেগাপিক্সেল ক্যামেরার এই 5G ফোন, সবচেয়ে কম দামে পাবেন স্ন্যাপড্রাগন 778G প্রসেসর

আপনি যদি কম বাজেটে দুর্দান্ত ফিচারের একটি 5G ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Poco X5 Pro 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। স্মার্টফোনটি…

আপনি যদি কম বাজেটে দুর্দান্ত ফিচারের একটি 5G ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Poco X5 Pro 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। স্মার্টফোনটি বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ কম দামে পাওয়া যাচ্ছে। Poco X5 Pro 5G এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। তবে মডেলটি বর্তমানে ৩,০০০ টাকা ছাড়ে মাত্র ১৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আবার Poco X5 Pro 5G এর ৮ জিবি র‌্যাম মডেলটি পাওয়া যাচ্ছে ২১,৯৯৯ টাকায়। তবে এই অফার কবে শেষ হবে তা এখনও জানা যায়নি। তাই আপনি যদি এই ফোনটি কিনতে চান চটপট অর্ডার করুন। ফ্লাট ডিসকাউন্ট ছাড়াও ডিভাইসটি ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সাথে কেনা যাবে।

Poco X5 Pro 5G কেনার কারণ

পোকো এক্স৫ প্রো ৫জি ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা এই মূল্যের খুব কম ডিভাইসে পাওয়া যায়। ফোনটির এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সমর্থন করে এবং এর উপরে কর্নিং গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন রয়েছে। আবার এই স্ক্রিন ডায়নামিক ১২০ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে

পোকো এক্স৫ প্রো ৫জি হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুত পারফরম্যান্স অফার করে। উল্লেখ্য, কোনও ব্র্যান্ডই ২০,০০০ টাকার কম দামে এই চিপসেট অফার করছে না। ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে দামের বেশিরভাগ ফোনে‌ এই প্রসেসর দেওয়া হয়।

Poco X5 Pro 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। রিটেইল বক্সে ৬৭ ওয়াট ফাস্ট চার্জারও দিচ্ছে সংস্থাটি, যা প্রায় ১৫ মিনিটের মধ্যে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করতে পারে। পোকোর দাবি, ফোনটি ৪৫ মিনিটেই ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি-সি পোর্ট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আপনি ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Poco X5 Pro 5G না কেনার কারণ

Poco X5 Pro 5G প্রচুর পরিমাণে ব্লোটওয়্যারের সাথে আসে, যার মধ্যে এমন কিছু প্রি-ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে, যা ডিলিট করা যায় না। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ করা হয়েছে এবং কেবল অ্যান্ড্রয়েড ১৪ পর্যন্ত আপডেট পাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন