তেইশের শেষবেলা কাঁপাতে আসছে Poco X6 5G, লঞ্চের আগেই ক্যামেরার বিবরণ ফাঁস
Redmi Note 13 সিরিজ কিছু দিন আগেই চীনে ধুমধাম করে লঞ্চ হয়েছে। এই ফোনগুলিকে রেডমি এবং পোকো Poco ব্র্যান্ডের অধীনে...Redmi Note 13 সিরিজ কিছু দিন আগেই চীনে ধুমধাম করে লঞ্চ হয়েছে। এই ফোনগুলিকে রেডমি এবং পোকো Poco ব্র্যান্ডের অধীনে কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ করবে বলে আশা করা যায়। এবার নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওই সব মডেলের মধ্যে একটি ফোন সামান্য ভিন্ন হবে এবং Poco X6 5G হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে।
Poco X6 5G লঞ্চ হবে Redmi Note 13-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে
শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, 2312DRAF3G (গ্লোবাল) এবং 2312DRAF3I (ভারত) মডেল নম্বর সহ একটি পোকো স্মার্টফোন আইএমইআই (IMEI) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বরের প্রথম চারটি সংখ্যা ইঙ্গিত দেয় যে, এটি ডিসেম্বরে বা তার পরবর্তী সময়ে লঞ্চ হতে পারে। এই হ্যান্ডসেটটির কোডনেম 'আয়রন_পি' এবং এটি পোকো এক্স৬ ৫জি নামে বাজারে পা রাখতে পারে।
মনে করা হচ্ছে, এটি অনেকাংশেই রেডমি নোট ১৩-এর মতো হবে, যার কোডনেম 'গোল্ড' (Gold)। এমআইইউআই কোড নির্দেশ করেছে যে, আসন্ন পোকো এক্স৬ ৫জি স্ট্যান্ডার্ড নোট ১৩-এ থাকা ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পরিবর্তে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা অফার করবে৷ এটি পোকো ডিভাইসটিকে সম্প্রতি লিক হওয়া রেডমি নোট ১৩আর প্রো-এর অনুরূপ করে তোলে৷
তাই এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ Redmi Note 13 মডেলটি চীনে Redmi Note 13R Pro হিসাবে বিক্রি হবে। আর আন্তর্জাতিক বাজারে এটি কিছু বাহ্যিক পরিবর্তনের সাথে Poco X6 5G নামে বিক্রি হতে পারে। অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Poco X6 5G মডেলটি MediaTek Dimensity 6080 চিপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬৭ ইঞ্চি ওলেড স্ক্রিন, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে৷