অপেক্ষার অবসান! 108MP ক্যামেরার সঙ্গে Poco X6 Neo লঞ্চ হচ্ছে এই বুধবার দুপুরে

পোকো গত জানুয়ারি মাসে স্ট্যান্ডার্ড Poco X6 5G এবং X6 Pro 5G সমন্বিত Poco X6 সিরিজটি ভারতে লঞ্চ করেছিল। আর এখন সিরিজের তৃতীয় মডেল হিসাবে…

পোকো গত জানুয়ারি মাসে স্ট্যান্ডার্ড Poco X6 5G এবং X6 Pro 5G সমন্বিত Poco X6 সিরিজটি ভারতে লঞ্চ করেছিল। আর এখন সিরিজের তৃতীয় মডেল হিসাবে Poco X6 Neo আসতে চলেছে। ফোনটিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এখন ব্র্যান্ডের তরফে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে।এই সপ্তাহে ভারতে আসতে চলেছে Poco X6 Neo। এটি ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাবে বলেও নিশ্চিত করা হয়েছে। এছাড়াও অফিসিয়াল লঞ্চের আগে, Poco X6 Neo সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। আসুন তাহলে লঞ্চের আগে পোকো ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

ভারতে Poco X6 Neo লঞ্চের তারিখ

পোকো এক্স৬ নিও ভারতে আগামী ১৩ মার্চ, দুপুর ১২ টায় লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফ্লিপকার্ট ফোনটির মাইক্রোসাইটও লাইভ করেছে, যার মাধ্যমে ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে এসেছে। ফোনটিকে ফ্ল্যাট এজ এবং রিয়ার প্যানেলে প্রসারিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডের সাথে দেখা গেছে। এই আইল্যান্ডের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে৷

অন্যদিকে, পোকো এক্স৬ নিও-এর সামনে একটি সেন্টার্ড পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। স্ক্রিনটি ৯৩.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে বলে জানা গেছে। পোকো একটি বেজেল-হীন ডিজাইন এবং ৭.৬৯ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বডি সহ আসন্ন ডিভাইসটিকে টিজ করেছে।

Poco X6 Neo হাজির Geekbench প্ল্যাটফর্মে

Poco X6 Neo ফোনটি 2312FRAFDI মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। মডেল নম্বরের শেষের “I” অক্ষরটি নির্দেশ করছে যে, এটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। বেঞ্চমার্ক ডেটাবেসে ফোনটি ‘গোল্ড’ কোডনেমের মাদারবোর্ড সহ তালিকাভুক্ত হয়েছে। এটি ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কোর এবং ২.৪০ গিগাহার্টজ গতির দুটি কোর দ্বারা গঠিত।

তথ্যগুলি নির্দেশ করে, ফোনটিতে MediaTek Dimensity 6080 প্রসেসর থাকতে পারে। লিস্টিংটি এই ফোনে ১২ জিবি র‍্যামের উপস্থিতি নিশ্চিত করেছে, তবে লঞ্চের সময় এর আরও ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে। Poco X6 Neo গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৭৭৮ এবং ২,১২৩ পয়েন্ট স্কোর করেছে।