2000 টাকা পর্যন্ত ছাড়, Poco X6 ও Poco X6 Pro প্রথম সেলে অনেক কমে কিনুন এখান থেকে
গত ১১ জানুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Poco X6 স্মার্টফোন সিরিজ। নতুন এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল অন্তর্ভুক্ত,...গত ১১ জানুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Poco X6 স্মার্টফোন সিরিজ। নতুন এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল অন্তর্ভুক্ত, যথা - Poco X6 এবং Poco X6 Pro। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১৬ই জানুয়ারি উক্ত দুটি হ্যান্ডসেট ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে এদেশে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সেল অফারের অংশ হিসাবে হ্যান্ডসেটগুলির সাথে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা মিলবে।
জানিয়ে রাখি, Poco X6 Pro হল ভারতে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন যা Xiaomi বিকশিত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সর্বশেষ হাইপারওএস কাস্টম স্কিন চালিত। যদিও সিরিজের বেস মডেলটি পুরোনো এমআইইউআই ১৪ কাস্টম রমে রান করে। এছাড়া বেস ও টপ-এন্ড ভ্যারিয়েন্টটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা চিপসেট সহ এসেছে। চলুন Poco X6 সিরিজের দাম, লঞ্চ অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ভারতে Poco X6 সিরিজের দাম ও সেল অফার
এদেশের বাজারে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ পোকো এক্স৬ -এর দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এদিকে উচ্চতর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ২৩,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা। এটি - মিরর ব্ল্যাক ও স্নোস্টর্ম হোয়াইট কালার বিকল্পের সাথে এসেছে।
অন্যদিকে সিরিজের টপ-এন্ড পোকো এক্স৬ প্রো স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ২৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। যেখানে কিনা ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। এটি - স্পেকট্রি ব্ল্যাক, রেসিং গ্রে ও পোকো ইয়েলো কালারে কেনা যাবে।
এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড হোল্ডাররা ইএমআই বা নন-ইএমআই ট্রানজ্যাকশনের মাধ্যমে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর ফ্লাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে নয়া পোকো এক্স৬ বা এক্স৬ প্রো কিনলে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে বলেও জানা যাচ্ছে৷ আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে নবাগত হ্যান্ডসেটগুলি কিনতে পারবেন৷
Poco X6 সিরিজের স্পেসিফিকেশন
পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো স্মার্টফোনে রয়েছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ১.৫কে ফ্লাট ওলেড ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০০ নিট পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। এই টাচ-স্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলে, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডুয়েল টোনড ডিজাইনের সাথে আসা এই ডিভাইস দুটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ওআইএস সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।
ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Poco X6 স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ এবং Poco X6 Pro মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় হ্যান্ডসেটেই ১২ জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করে। যেখানে কিনা উচ্চতর ভ্যারিয়েন্টটি হল সংস্থা দ্বারা ভারতে লঞ্চ করা প্রথম স্মার্টফোন যা লেটেস্ট হাইপারওএস চালিত। দুটি ফোনের সাথেই তিন বছরের ওএস এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোকো। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য Poco X6 স্মার্টফোনে ৬৭ ওয়াট চার্জিং সমর্থিত ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। অন্যদিকে 'Pro' মডেলটি এসেছে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।