2024-এর শুরুতেই ধামাকা, Poco X6 সিরিজ লঞ্চ হবে 11 জানুয়ারি, 200MP ক্যামেরা কি থাকবে?

শাওমি (Xiaomi)- এর সাব-ব্র্যান্ড পোকো (Poco)-এর X-সিরিজের আসন্ন ফোনগুলিকে নিয়ে সম্প্রতি প্রযুক্তি মহলে জল্পনা শুরু...
Ananya Sarkar 2 Jan 2024 10:57 AM IST

শাওমি (Xiaomi)- এর সাব-ব্র্যান্ড পোকো (Poco)-এর X-সিরিজের আসন্ন ফোনগুলিকে নিয়ে সম্প্রতি প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছিল Poco X6 লাইনআপটি ভারত সহ গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই পা রাখবে। আর এখন সকল জল্পনার অবসান করে কোম্পানির তরফে এদেশে লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়েছে। আগামী সপ্তাহেই Poco X6 সিরিজের ওপর থেকে পর্দা সরানো হবে।

Poco X6 সিরিজ জানুয়ারির শুরুতেই বাজারে আসতে চলেছে

ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে লাইভ হওয়া একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে যে, আগামী ১১ জানুয়ারি ভারতে পোকো এক্স৬ সিরিজ লঞ্চ হবে। এটি উল্লেখিত ই-কমার্স প্ল্যাটফর্মে নয়া স্মার্টফোনগুলির উপস্থিতিও নিশ্চিত করে। যদিও এছাড়া পোস্টারে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ইতিমধ্যেই একাধিক অনলাইন রিপোর্ট পোকো এক্স৬ সিরিজের একাধিক তথ্য ফাঁস হয়েছে। আসন্ন লঞ্চের আগে আসুন এগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Poco X6 Series

Poco X6 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

পোকো এক্স৬ সিরিজের অধীনে দুটি মডেলে লঞ্চ হতে চলেছে, এগুলি হল- পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো৷ রিপোর্ট অনুযায়ী, উভয় স্মার্টফোনই রেডমি নোট ১৩ প্রো ৫জি এবং রেডমি কে৭০ই-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। তবে, পোকো এক্স৬-এর ক্যামেরার সামান্য পরিবর্তন হবে। এতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পরিবর্তে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর থাকবে। একইভাবে, পোকো এক্স৬ প্রো-তে রেডমি কে৭০ই-এ থাকা ৯০ হার্টজ ফাস্ট চার্জিং-এর পরিবর্তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জার মিলবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Poco X6 ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে, যা এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। আর ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের অতিরিক্ত সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, Poco X6 Pro-এ MediaTek Dimensity 8300 Ultra প্রসেসর ব্যবহার করা হবে এবং এতে সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ১.৫কে এলটিপিএস অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

এছাড়া, Poco X6 Pro-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৭ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল থাকবে৷ এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে।

উল্লেখ্য, ফাঁস হওয়া রেন্ডার নিশ্চিত করেছে যে Poco X6 5G ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে, আর উচ্চতর Poco X6 Pro 5G ব্ল্যাক, গ্রে এবং ইয়েলো - এর মতো কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। আগামী ১১ জানুয়ারির লঞ্চ ইভেন্টে Poco X6 5G সিরিজ সম্পর্কে যাবতীয় তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Show Full Article
Next Story