বড়দিনে বড় খবর, Poco X6 সিরিজ নতুন বছরের প্রথমেই ভারতে লঞ্চ হয়ে যেতে পারে
শাওমি (Xiaomi) অধীনস্থ পোকো (Poco) তাদের অত্যাধুনিক X-সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা...শাওমি (Xiaomi) অধীনস্থ পোকো (Poco) তাদের অত্যাধুনিক X-সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত Poco X6 এবং Poco X6 Pro মডেলগুলিকে ধারাবাহিকভাবে বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। ফলে পোকো ফোনগুলি যে খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তা স্পষ্ট৷ এখন কোম্পানির ভারতীয় শাখার প্রধানও Poco X6 লঞ্চের ইঙ্গিত দিয়েছেন।
Poco X6 শীঘ্রই লঞ্চ হতে পারে ভারতীয় বাজারে
পোকো ইন্ডিয়ার কান্ট্রি হেড, হিমাংশু ট্যান্ডন তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে বড়দিন উপলক্ষে একটি টুইট শেয়ার করেছেন। যেখানে তাদের পরবর্তী লঞ্চ সম্পর্কে খুব সূক্ষ্ম ইঙ্গিতও রয়েছে। টুইটের প্রথমেই তিনি তার অনুগামীদের বড়দিনে শুভেচ্ছা জানান। তারপরই বলেন যে “সান্তা শীঘ্রই একটি উপহার নিয়ে আসছে।" তার এই বক্তব্য ইঙ্গিত করে যে, পোকো এক্স৬ সিরিজটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে পা রাখতে পারে। পূর্বসূরির মতোই এক্স৬ সিরিজটিও দুটি মডেল অফার করবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল স্ট্যান্ডার্ড পোকো এবং উচ্চতর পোকো এক্স৬ প্রো।
পোকো এক্স৬ মডেলটিতে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার হতে পারে, যার সাথে এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। ফোনটির ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সরের সাথে ৬৪ মেগাপিক্সেলের প্রধান সেন্সর উপস্থিত থাকবে।
অন্যদিকে, Poco X6 Pro মডেলটি একটি রিব্যাজ করা Redmi K70E হতে পারে। অর্থাৎ, এতে ৬.৬৭ ইঞ্চির ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১৮০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত হবে।
ক্যামেরার ক্ষেত্রে, Poco X6 Pro-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপের মধ্যে শার্প ও স্টেবল শটের জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের সেন্সর প্রাইমারি সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে। প্রধান ক্যামেরার সাথে যুক্ত হবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। যদিও, Poco X6 সিরিজের অফিসিয়াল লঞ্চ সম্পর্কে বিশদে এখনও জানা যায়নি, তবে সাম্প্রতিক একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্মার্টফোনগুলি আগামী জানুয়ারি মাসের শেষের দিকে বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে।