দুর্দান্ত ফিচার সহ আসছে Poco X7 Neo 5G, লঞ্চের আগে সামনে এল Geekbench স্কোর
পোকোর নতুন স্মার্টফোন Poco X7 Neo 5G বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে 2409FPCC4 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে।
পোকো শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন পারফরম্যান্স-ফোকাসড স্মার্টফোন Poco X7 Neo 5G লঞ্চ করতে পারে। ডিভাইসটি সম্প্রতি বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চ-এ দেখা গেছে। এখান থেকে এই ডিভাইসের বেঞ্চমার্ক স্কোরও সামনে এসেছে। এর পাশাপাশি ডিভাইসটি কত জিবি র্যাম ও কোন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে সে তথ্যও প্রকাশ্যে এসেছে। এছাড়া জানা গেছে এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হবে।
Poco X7 Neo 5G উপস্থিত হল Geekbench-এ
মাই স্মার্টপ্রাইস তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, পোকোর নতুন স্মার্টফোন পোকো X7 নিও 5G বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে 2409FPCC4 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এখানে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে 943 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2247 পয়েন্ট পেয়েছে।
অক্টা-কোর প্রসেসরের সাথে আসবে
গিকবেঞ্চ প্ল্যাটফর্মে পোকো X7 নিও 5G ফোনটি 6GB জিবি র্যাম সহ উপস্থিত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও অনেক র্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের অনুমান। জানা গেছে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস সফটওয়্যার স্কিনে চলবে। পোকো X7 নিও 5G ডিভাইসে মিডরেঞ্জ অক্টা-কোর প্রসেসর থাকবে।
বেঞ্চমার্ক সাইট অনুযায়ী, এর দুটি কোর 2.50GHz এবং বাকি ছয়টি কোর 2.0GHz ক্লক স্পিড অফার করবে। এছাড়া PowerVR B সিরিজের BXM-8-256 জিপিইউ আসন্ন পোকো স্মার্টফোনে থাকবে। এই তথ্যগুলির উপর ভিত্তি করে বলা যায়, এটি মিডিয়াটেক Dimensity 7025 বা Dimensity 7025 Ultra প্রসেসর হতে পারে।
উল্লেখ্য, ব্র্যান্ডটি রেডমি নোট 13 5G এর সাশ্রয়ী ভ্যারিয়েন্ট হিসাবে পোকো X6 নিও লঞ্চ করেছিল। সেক্ষেত্রে নতুন Poco X7 Neo 5G ফোনটি রেডমি নোট 14 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
পোকোর নতুন স্মার্টফোন Poco X7 Neo 5G বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে 2409FPCC4 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে।