Poco X7 Pro 5G ডুয়েল ফিনিশ কালার ও দুর্দান্ত ক্যামেরা সহ আসছে, সামনে এল ছবি সহ স্পেসিফিকেশন
পোকো X7 প্রো 5G এর গ্লোবাল ভেরিয়েন্টে 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হতে পারে।
Poco X7 Pro 5G ও Poco X7 Pro 5G শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। ডিভাইসগুলি ভারতেও আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কোম্পানি এখনও Poco X7 5G সিরিজের স্মার্টফোন লঞ্চের বিষয় নিশ্চিত করেনি, তবে এদের ভারতীয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য অনলাইনে ফাঁস হয়েছে। পাশাপাশি একজন টিপস্টার এখন Poco X7 Pro 5G এর ডিজাইন রেন্ডার এবং বিশেষ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এটি ভারতে HyperOS 2.0 কাস্টম স্কিন সহ আসা প্রথম ফোন বলে জানা গেছে।
Poco X7 Pro 5G এর ডিজাইন এবং কালার (লিক অনুযায়ী)
টিপস্টার পারস গুগলানি একটি এক্স পোস্টে পোকো X7 প্রো 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইনের রেন্ডার শেয়ার করেছেন। ফাঁস হওয়া রেন্ডারে ফোনটিকে তিনটি রঙের বিকল্পে দেখা গেছে। এগুলি হল ডুয়াল-টোন ফিনিশ ব্ল্যাক এবং গ্রীন ভ্যারিয়েন্ট এবং তৃতীয় বিকল্পটি ব্ল্যাক এবং ইয়েলো কালারের সংমিশ্রণ।
ডিভাইসটির পিছনের প্যানেলে দুটি বৃত্তাকার স্লট সহ ভার্টিক্যাল পিল শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে। এর পাশে লম্বা এলইডি ফ্ল্যাশ ইউনিট দৃশ্যমান। ক্যামেরা সেটআপের পাশে লেখা ক্যাপশনে দেখা যাচ্ছে এই ফোনে ওআইএস সাপোর্টসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।
Poco X7 Pro 5G স্পেসিফিকেশন (লিক অনুযায়ী)
টিপস্টার জানিয়েছেন, পোকো X7 প্রো 5G এর গ্লোবাল ভেরিয়েন্টে 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হতে পারে। পুরানো মডেলের তুলনায় এটি 17,04,330 আনটুটু স্কোর এবং 50 শতাংশ এআই পারফরম্যান্স বুস্ট সহ আসবে জানা গেছে। এই স্মার্টফোনে লিকুইডকুল 4.0 কুলিং সিস্টেম থাকবে বলে জানা গেছে এবং এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য, পোকো X7 প্রো 5G ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে f/ 1.5 অ্যাপারচার এবং ওআইএস সহ 50-মেগাপিক্সেল Sony IMX882 প্রাথমিক সেন্সর থাকবে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এই ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট, 2560Hz টাচ স্যাম্পলিং রেট এবং 3200 নিটস পিক ব্রাইটনেস লেভেল সহ 6.67-ইঞ্চি ক্রিস্টালরেজ 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি 6000mAh ব্যাটারি সহ আসবে বলে জানা গেছে, যা 14.5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এতে 90W ওয়্যার্ড হাইপারচার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে, যা ফোনটিকে 42 মিনিটের মধ্যে শূন্য থেকে 100 পর্যন্ত চার্জ করে দেবে।
ধুলো এবং জল প্রতিরোধের জন্য এই পোকো ফোনে আইপি 68 রেটিং থাকবে। এছাড়াও স্ক্র্যাচ প্রতিরোধের জন্য কর্নিং গরিলা গ্লাস 7i ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হতে পারে।
পোকো X7 প্রো 5G এর গ্লোবাল ভেরিয়েন্টে 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হতে পারে।