শাওমি ১৫ নয়, Poco X7 Pro হতে পারে ভারতের প্রথম HyperOS 2.0 ওএস চালিত স্মার্টফোন
রিপোর্টে দাবি করা হয়েছে, Poco X7 Pro ভারতে HyperOS 2.0 অপারেটিং সিস্টেম চালিত প্রথম স্মার্টফোন হবে।
শাওমি সম্প্রতি চীনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। শাওমি ১৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে এই ওএস গ্লোবাল মার্কেটেও শীঘ্রই পা রাখবে। যদিও ওই সময় প্রিমিয়াম ফোনটি ভারতে আসবে কি না নিশ্চিত নয়। তবে এই ডিভাইসটি না এলেও ভারতীয়তা কিছুমাসের মধ্যে এই নতুন ওএসের মজা নিতে পারবে। কারণ নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Poco X7 Pro ভারতে HyperOS 2.0 অপারেটিং সিস্টেম চালিত প্রথম স্মার্টফোন হবে।
স্মার্টপ্রিক্স তাদের এই রিপোর্টে জানিয়েছে যে, সংস্থার সাথে জড়িত এক ব্যক্তির থেকে এই তথ্য তারা পেয়েছে। ওই ব্যক্তি জানিয়েছে, ভারতে হাইপারওএস ২.০ কাস্টম ওএস সহ শাওমি ১৫ ফ্ল্যাগশিপ ফোনটি ২০২৫ সালের মার্চে লঞ্চ হবে। তবে তার আগে ভারতে আসবে পোকো এক্স৭ প্রো ডিভাইসটি। জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারিতে ভারতে এসেছিল পোকো এক্স৬ প্রো। সেক্ষেত্রে হয়তো পোকো এক্স৭ প্রো একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে পারে।
ইতিমধ্যেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, পোকোর নতুন প্রো মডেলটি ইতিমধ্যেই চীনে আত্মপ্রকাশ করা রেডমি নোট ১৪ প্রো প্লাস এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। যেখানে রেডমি নোট ১৪ প্রো মডেলটি গ্লোবাল মার্কেটে পোকো এক্স৭ নামে আসতে পারে। শাওমির তরফে জানানো হয়েছে, রেডমি নোট ১৪ সিরিজ ডিসেম্বরে ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হবে। এর পরের মাসে পোকো এক্স৭ ও পোকো এক্স৭ প্রো গ্লোবাল মার্কেটে পা রাখলে অবাক হওয়ার কিছু নেই। এর আগেও আমরা শাওমি কে রেডমি ফোন রিব্র্যান্ড করে পোকো ব্র্যান্ডের অধীনে নিয়ে আসতে দেখেছি।
উল্লেখ্য, রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনে চীনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি ৬,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স আছে। এই ফিচারগুলি পোকো এক্স৭ প্রো মডেলেও থাকতে পারে।
রিপোর্টে দাবি করা হয়েছে, Poco X7 Pro ভারতে HyperOS 2.0 অপারেটিং সিস্টেম চালিত প্রথম স্মার্টফোন হবে।