লুট অফার, 10 হাজার টাকা কমে এই 5G ফোন, রয়েছে জবরদস্ত ডিসপ্লে সহ OIS সাপোর্ট যুক্ত ক্যামেরা

আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে একটি 5G ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে অসাধারণ অফার। ফ্লিপকার্টে আপনি ৮...
techgup 6 Nov 2023 2:32 PM IST

আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে একটি 5G ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে অসাধারণ অফার। ফ্লিপকার্টে আপনি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা Motorola Edge 40 5G স্মার্টফোনটি কিনতে পারবেন ২২% ছাড়ে। ডিসকাউন্টের পর এই ফোনের দাম ৩৪,৯৯৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২৬,৯৯৯ টাকায়। আবার এর সাথে ১৭,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে সংস্থাটি।

এই এক্সচেঞ্জে সম্পূর্ণ ডিসকাউন্ট পেয়ে গেলে Motorola Edge 40 5G ফোনটি আপনি ২৬,৯৯৯-১৭,২৫০ অর্থাৎ ৯৭৪৯ টাকায় কিনে নিতে পারেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জে ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড, এরিয়া পিনকোড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। এদিকে ব্যাংক অফারের মাধ্যমে আপনি এই ফোনের দাম আরও ১ হাজার টাকা কমাতে পারবেন।

Motorola Edge 40 5G এর বৈশিষ্ট্য

মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটে ও ১২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার এতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ফোনটিতে মালি জি৭৭ জিপিইউসহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 40 5G ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সসহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ক্যামেরা। এর প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার সাপোর্ট করবে। সেলফি তোলার জন্য এই ডিভাইসে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ফোনে রয়েছে ৪৪০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াটের টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দিয়েছে ব্র্যান্ডটি। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইউএক্স কাস্টম স্কিনে চলে।

Show Full Article
Next Story