108 মেগাপিক্সেল ক্যামেরার এই 5G ফোনের দাম কমলো, অসাধারণ ডিজাইন সহ রয়েছে চমৎকার ফিচার

Honor 200 Lite 5G ফোনের 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,998 টাকা। 16 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি 1,000 টাকার ফ্ল্যাট ছাড়ে ডিভাইসটি কিনতে পারবেন।

Ankita Mondal 14 Dec 2024 11:58 PM IST

আপনি যদি 108-মেগাপিক্সেল ক্যামেরার ফোন কিনতে চান তাহলে Honor 200 Lite 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এটি অ্যামাজন ইন্ডিয়ায় চলা অনার ডে সেলে সেরা ডিলে পাওয়া যাচ্ছে। এই ফোনের 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,998 টাকা। 16 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি 1,000 টাকার ফ্ল্যাট ছাড়ে ডিভাইসটি কিনতে পারবেন।

এছাড়া এর সাথে 1,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারে 18,800 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Honor 200 Lite 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

অনারের এই ডিভাইসে 2412x1080 পিক্সেল রেজোলিউশন সহ ষ 6.7-ইঞ্চি ফুল এইচডি + AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 2000 নিটস। এই ফোনে আছে 8 জিবি র‌্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

এই ক্যামেরাগুলি হল 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে 4500mAh ব্যাটারি। এই ব্যাটারি 35W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ম্যাজিকওএস 8.0 কাস্টম স্কিনে চলে।

Show Full Article
Next Story