pTron Musicbot Evo: হাজার টাকার কম খরচ করে ঘর বানান সিনেমা হল, কিনুন এই সাউন্ডবার
ভারতীয় অডিও এবং ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড pTron নিয়ে আসল তাদের নতুন Musicbot Evo মিউজিক সাউন্ডবার। ১০০০ টাকারও কমে...ভারতীয় অডিও এবং ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড pTron নিয়ে আসল তাদের নতুন Musicbot Evo মিউজিক সাউন্ডবার। ১০০০ টাকারও কমে আসা নতুন এই সাউন্ডবারে ব্যবহৃত ব্লুটুথ ৫.০। তাছাড়া একবার চার্জে সাউন্ডবারটি ১০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Musicbot Evo সাউন্ডবারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
pTron Musicbot Evo সাউন্ডবারের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে পিট্রন মিউজিকবোট এভো সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। এটি বর্তমানে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ হলেও, অফলাইনে কবে পাওয়া যাবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
pTron Musicbot Evo সাউন্ডবারের স্পেসিফিকেশন
নবাগত পিট্রন মিউজিকবোট এভো সাউন্ডবারের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এর দৈর্ঘ ৩৮.৭ সেন্টিমিটার, প্রস্থ ৬.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৬.৫ সেন্টিমিটার। মেটালিক ফ্রন্ট গ্রিলস এবং রাউন্ড এজের সাথে আসা নতুন এই সাউন্ডবারে দেখা যাবে সিলিন্ড্রিক্যাল ডিজাইন। এতে রয়েছে ১০ ওয়াট স্পিকার এবং ৫২ এমএম ড্রাইভার। ব্যবহারকারী সহজেই সাউন্ডবারটিকে টিভি, ল্যাপটপ, ট্যাবলেটের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করতে পারবেন। এর জন্য অডিও ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ কানেকটিভিটি। আবার চাইলে কোনো রকম ওয়্যার ছাড়াই স্মার্টফোনের সাথে পেয়ার করে গান শোনা যাবে। তদুপরি সাউন্ডবারটিতে দেওয়া হয়েছে ১২০০ এমএএইচ ব্যাটারি, যা চার ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে। সংস্থার মতে, এর ব্যাটারি একবার চার্জে ডিভাইডটিকে ৫ ঘন্টা পর্যন্ত সক্রিয় রাখবে।
অন্যদিকে, pTron Musicbot Evo সাউন্ডবারটিকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে ভলিউম, মিউজিক ট্র্যাক সিলেকশন, মিউজিক প্লে কিংবা পজ করা সম্ভব। সর্বোপরি, নয়া সাউন্ডবারের কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ৩.৫ এমএম এইউএক্স ইনপুট, ইউএসবি ড্রাইভ এবং টিএফ কার্ড।